তীব্র তাপদাহে ববির ক্লাস অনলাইনে

, ক্যাম্পাস

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বরিশাল | 2024-04-22 17:53:49

তীব্র তাপদাহের কারণে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) সোমবার (২২ এপ্রিল) থেকে শুরু হয়ে আগামী মঙ্গলবার (৩০ এপ্রিল) পর্যন্ত অনলাইন ক্লাস হবে। তবে সশরীরে পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সোমবার (২২ এপ্রিল) সকালে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মনিরুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, সারাদেশের উপর দিয়ে যে তীব্র তাপদাহ প্রবাহিত হচ্ছে তার প্রভাবে হিট স্ট্রোকসহ নানাবিধ স্বাস্থ্য ঝুঁকি তৈরি হয়েছে। এ অবস্থায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস সোমবার থেকে শুরু হয়ে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত অনলাইনে অনুষ্ঠিত হবে। উক্তসময়ে অনুষ্ঠিতব্য সকল পরীক্ষাসমূহ সশরীরে উপস্থিত হয়ে যথারীতি চলমান থাকবে।

তিনি আরও বলেন, গত ২১ এপ্রিল বিকেলে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরি সভায় শিক্ষার্থীদের স্বাস্থ্য ঝুঁকির বিষয়টি বিবেচনা করে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। একইসাথে শিক্ষার্থীদের হল অথবা বাসায় থাকাসহ অন্যান্য প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ প্রদান করে ২১ এপ্রিল বিকেলে বিজ্ঞাপ্তি প্রকাশ করা হয়েছে। তবে নিরাপত্তাসহ বিশ্ববিদ্যালয়ের সকল দাফতরিক কাজ যথারীতি চলমান থাকবে।

এ সম্পর্কিত আরও খবর