চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একঝাঁক বুদ্ধিদীপ্ত শিক্ষানবিশ সাহিত্যিকদের উদ্যোগে সাহিত্য সম্ভারে পদচিহ্ন আঁকার প্রত্যয়ে আত্মপ্রকাশ করেছে নতুন সাহিত্য সংগঠন ‘লিখবে বাংলাদেশ’।
বৃহস্পতিবার (৯ মে) চবির কলা ও মানববিদ্যা অনুষদে সংগঠনটির ‘আত্মপ্রকাশ অনুষ্ঠান’ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর মুহাম্মদ ওসমান মেহেদী।
সভাপতির বক্তব্যে ডক্টর মুহাম্মদ ওসমান মেহেদী বলেন, সাহিত্য মানুষকে নতুন করে বাঁচতে শেখায়। সাহিত্যের কোনো ধর্ম-বর্ণ নাই, সাহিত্য শুধু সাহিত্যের। বাংলা সাহিত্যেকে সামনে এগিয়ে নিতে ‘লিখবে বাংলাদেশ’ অগ্রণী ভূমিকা রাখবে।
লিখবে বাংলাদেশ এর তত্ত্বাবধায়ক, বিশিষ্ট সাহিত্য সমালোচক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আরবি বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর মুহাম্মদ ওসমান মেহেদী এ অনুষ্ঠানে প্রথম পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেন।
সভাপতি সাকিব মাহমুদ রুমী, নির্বাহী সভাপতি জিয়া উদ্দিন সায়েম এবং সাধারণ সম্পাদক হিসেবে হাবিবুর রহমান তুহিনকে দায়িত্ব প্রদান করা হয়। তারা যথাক্রমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আরবি সাহিত্য বিভাগ, লোকপ্রশাসন বিভাগ ও দর্শন বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী।
এছাড়াও সিনিয়র সহ-সভাপতি সানজিদা আফরোজ, সহ-সভাপতি বেলায়েত হোসেন আজমির, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মোস্তফা কামাল এবং রশিদ ফাহিমকে দায়িত্ব দেয়া হয়।