নিরাপদ ফেরিঘাটসহ কয়েকটি দাবিতে মানববন্ধন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বোয়ালখালী স্টুডেন্টস' ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। শনিবার (১১ মে) বিকাল ৩টায় চট্টগ্রামের কালুরঘাট ফেরীঘাটের পূর্বপাড়ে এ মানববন্ধন করা হয়।
তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে, অনতিবিলম্বে পুরাতন সেতু চালু ও নতুন সেতু বাস্তবায়ন এবং ফেরিঘাটের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করা।
কর্মসূচিতে অ্যাসোসিয়েশনের ছাত্র উপদেষ্টাদের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান বোরহান উদ্দিন এমরান, সুপ্রিম কোর্টের আইনজীবী আবু তৈয়ব কিরণ ও স্যার আশুতোষ সরকারি কলেজের প্রভাষক আদনান হায়দার।
আরও বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ মোহাম্মদ হেলাল, সাধারণ সম্পাদক ছৈয়দ ইসমাইল ইফতি, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ও জান্নাতুল ফেরদৌস সায়মাসহ অন্যরা।