রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) শিক্ষার্থীদের ক্লাস বর্জন কর্মসূচির মধ্যে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রধান (ভারপ্রাপ্ত) হিসেবে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন মোরশেদ হোসেনকে দায়িত্ব দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
রোববার (১২ মে) বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের উপপরিচালক মোহাম্মদ আলীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় আইন- ২০০৯ অনুসারে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন মোরশেদ হোসেনকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।
সাংবাদিকতা বিভাগে কর্মরত শিক্ষকদের মধ্যে জ্যেষ্ঠতা নির্ধারণে আইনগত জটিলতা থাকায় ও উদ্ভূত পরিস্থিতিতে বিভাগের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করতে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী, এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে ওই নিয়োগ আদেশ ১২ মে, ২০২৪ থেকে পরবর্তী নির্দেশ না-দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে বলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে জানানো হয়। সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন পরিবর্তিত হলে পরবর্তী সময়ে দায়িত্বে আসা ডিন এ দায়িত্ব পালন করবেন।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রধান নজরুল ইসলামের মেয়াদ শেষ হয় গত ১০ মার্চ। ওই দিন থেকে ১৯ মার্চ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ আলমগীর চৌধুরীর সই করা পৃথক পৃথক তিনটি পত্রের মাধ্যমে তিন দফায় তিনজন সহকারী অধ্যাপককে বিভাগীয় প্রধানের দায়িত্ব দেওয়া হয়। কিন্তু তারা কেউই দায়িত্ব নেননি।
গত প্রায় দুই মাস সাংবাদিকতা বিভাগের প্রধানের পদটি শূন্য ছিল। এতে বিভাগের কার্যক্রমে অচলাবস্থা দেখা দেয়। সেশন জটের শঙ্কায় শিক্ষার্থীরা ৭ মে (মঙ্গলবার) থেকে বিভাগের প্রধান নিয়োগের দাবিতে লাগাতার ক্লাস বর্জন কর্মসূচি শুরু করেন। ওই ঘটনার পর রোববার সামাজিক বিজ্ঞান অনুষদের ডিনকে ওই বিভাগের প্রধানের দায়িত্ব দেয় প্রশাসন।