ইবিতে আন্তঃবিভাগীয় ইনডোর গেমস শুরু

বিবিধ, ক্যাম্পাস

ইবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-24 23:04:33

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আন্তঃবিভাগ ও আন্তঃহল ইনডোর গেমস-২০১৯ (ব্যাডমিন্টন, টেবিল টেনিস, বাস্কেটবল) শুরু হয়েছে। 

বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের আয়োজনে মঙ্গলবার (২২ জানুয়ারি) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়ামে এ গেমস শুরু হয়।

এর আগে সকাল ১১টায় ‘আন্তঃবিভাগ ও আন্তঃহল ইনডোর গেমস-২০১৯’ এর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী।

এরপর উদ্বোধনী খেলায় বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ এবং মার্কেটিং বিভাগের মধ্যে ব্যাডমিন্টন ম্যাচ অনুষ্ঠিত হয়।

এ বছর ইনডোর গেমসে বিশ্ববিদ্যালয়ের মোট ৩৩টি বিভাগ ও ৮টি হলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে বলে শারীরিক শিক্ষা বিভাগ সূত্রে জানা গেছে।

ক্রীড়া উপ-কমিটির আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম শাহিনুর রহমানের সভাপতিত্বে ইনডোর গেমস-২০১৯ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা ও শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক ড. সোহেল।

শারীরিক শিক্ষা বিভাগের কর্মকর্তা মাবিলা রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মণ, মার্কেটিং বিভাগের সভাপতি অধ্যাপক ড. জাকারিয়া রহমান, প্রক্টর (ভারপ্রাপ্ত) সহযোগী অধ্যাপক মো. আনিছুর রহমান প্রমুখ।

 

এ সম্পর্কিত আরও খবর