পাবিপ্রবিতে ভোটের আগ মুহূর্তে তালা

বিবিধ, ক্যাম্পাস

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, পাবনা, বার্তা২৪.কম | 2023-08-30 19:17:25

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) শিক্ষক সমিতির ভোটের ঠিক আগ মুহূর্তে প্রশাসনিক ও একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে দিয়েছে শিক্ষার্থীরা।

বুধবার (২৩ জানুয়ারি) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। এর এক ঘণ্টা পর শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রীতম কুমার দাস জানান, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল আজ। কিন্তু নির্বাচনে পরাজয় নিশ্চিত জেনে একটি মহল সাধারণ শিক্ষার্থীদের উসকে দিয়ে তাদের হাতিয়ার হিসেবে ব্যবহার করে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। 

জানা গেছে, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতির নির্বাচনে বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ এবং বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক নীল দল নামে দু’টি প্যানেলের অংশ নেয়ার কথা ছিল। তবে বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে এই দুই দলের মধ্যে দ্বন্দ্ব রয়েছে।

শিক্ষক সমিতির নির্বাচনের বিষয়ে প্রক্টর প্রীতম কুমার দাস জানান, শিক্ষক সমিতির নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। এ নির্বাচনে ভোটার সংখ্যা ছিল ১০০ জন।

এ সম্পর্কিত আরও খবর