জবির কেন্দ্রীয় ক্রীড়া কমিটি পুনর্গঠন

, ক্যাম্পাস

জবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2024-05-30 17:03:53

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের আন্তঃবিভাগ ক্রীড়া প্রতিযোগীতায় অংশগ্রহণ, জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণসহ জবি ক্রীড়াঙ্গনকে শক্তিশালী করার লক্ষ্যে কেন্দ্রীয় ক্রীড়া কমিটি পুনর্গঠন করা হয়েছে।

এতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক মোহাম্মদ শফিকুল ইসলামকে।

মঙ্গলবার (২৮ মে) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আইনুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়।

ক্রীড়া কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন শরীরচর্চা শিক্ষা কেন্দ্রের উপ-পরিচালক গৌতম কুমার দাস। পাশাপাশি কার্যক্রম গতিশীল করার জন্য ১৩ জনকে সদস্য হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া উপ-কমিটির ৬ জন আহ্বায়ককে মূল কমিটিতে সদস্য হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে। তারা হলেন- ফুটবল ও হকি ক্রীড়া উপ-কমিটির আহ্বায়ক ও মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. জাকির হোসেন, এ্যাথলেটিকস, সাঁতার ও ওয়াটারপ্লো ক্রীড়া উপ-কমিটির আহ্বায়ক ও গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. বিষ্ণু পদ ঘোষ, ভলিবল ও বাস্কেটবল ক্রীড়া উপ-কমিটির আহ্বায়ক ও ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান, ক্রিকেট, হ্যান্ডবল, জিমন্যাস্টিকস ও শুটিং ক্রীড়া উপ-কমিটির আহ্বায়ক ও অনুজীব বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. শামীমা বেগম, ব্যাডমিন্টন, টেবিল টেনিস, দাবা, ক্যারম, লন টেনিস ও স্কোয়াশ ক্রীড়া উপ-কমিটির আহ্বায়ক ও অনুজীব বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আরিফউল ইসলাম, কাবাডি, জুডো, তায়কোয়ান্দো, উশ ও ক্যারাত ক্রীড়া উপ-কমিটির আহ্বায়ক ও পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. নূরে আলম আব্দুল্লাহ।

এছাড়াও পদাধিকারবলে ৭ জন মূল ক্রীড়া কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছেন। তারা হলেন- বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট ও পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. দীপিকা রাণী সরকার, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, ছাত্রকল্যাণ পরিচালক ও উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. জি. এম. আল-আমীন, অর্থ ও হিসাব পরিচালক ও সমাজকর্ম বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মহসীন রেজা, প্রধান প্রকৌশলী হেলাল উদ্দীন পাটোয়ারী, পরিবহন প্রশাসক ও গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. সিদ্ধার্থ ভৌমিক এবং মেডিকেল সেন্টার উপ-প্রধান চিকিৎসা কর্মকর্তা ড. মিতা শবনম।

এ সম্পর্কিত আরও খবর