ফুলে ফুলে শোভিত খুবি ক্যাম্পাস

বিবিধ, ক্যাম্পাস

মানজারুল ইসলাম, স্টাফ করেসপন্ডেন্ট, খুলনা, বার্তা২৪.কম | 2023-08-27 04:10:57

বর্ষপঞ্জির হিসেবে আজ মাঘের ১০ তারিখ। চারিদিকে শুকনো পাতার মড়মড় শব্দ আর রুক্ষতা। প্রকৃতিতে বইছে শীতের হাওয়া। তবে খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ব্যতিক্রম চিত্র। শীত-কুয়াশা ডিঙ্গিয়ে ফুলে ফুলে নতুন সাজে সেজেছে খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) ক্যাম্পাস। বিচিত্র সব বর্ণাঢ্য ফুলের সমারোহ ক্যাম্পাস জুড়ে। ফুলের গন্ধে মাতোয়ারা গোটা ক্যাম্পাস। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তো বটেই সাথে প্রাকৃতিক শোভা টেনে আনছে বিশ্ববিদ্যালয়ের বাইরে থেকেও ঘুরতে আসা বিভিন্ন বয়সের মানুষদের।

বুধবার (২৩ জানুয়ারি) সরেজমিনে গিয়ে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনেসহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে লাল শাপলা, হলুদ গাঁদা, ডালিয়া, জিনিয়া, লাল গাদা, আকাশি স্নোবল, বিভিন্ন প্রজাতির পাতা বাহার, গোলাপি বর্ণের ফুল, সাদা স্নোবল, সালভিয়া, দোপাটি, ক্যালেন্ডোলা, দায়েনথাঁচ, ফ্লোগর্স, ইন্টালিয়াম, স্ন্যাকড্রাগন, পেনজি, কারিয়াফছি, ভারবিনা, পিটুনিয়া, স্টার গোল্ড, মৌচন্ডা, পানচাটিয়া, অ্যালমন্ডা, তালপাম্প, চন্দ্রমল্লিকা, ইনকা গাদা, চায়নিজ গাদা, জাম্বুস গাদা, মোরগ ঝুঁটি, কসমস, জুঁই, চামেলি, টগর, বেলি, সাইকাস, ক্রিসমাস, জবা, রঙ্গনসহ আরও নানা রকমের ফুল ফুটেছে। পুরো খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রায় অর্ধশতাধিক রকমের ফুল ফুটেছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে গড়ে তোলা হয়েছে বিভিন্ন ধরণের ফুলের বাগান। বিশেষত উপাচার্যের বাস ভবনের আশপাশে, প্রশাসনিক ভবনের সামনে, শহীদ মিনারের সামনে, কেন্দ্রীয় মসজিদের সামনে, অনিকেত প্রান্তর, আবাসিক হলসমূহের সামনে, একাডেমিক ভবনসমূহের সামনেসহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে গড়ে তোলা হয়েছে এ ফুলের বাগান।

খুবি’র শিক্ষার্থী সাদিয়া তাসনীম বার্তা২৪.কমকে বলেন, 'শীতের এ সময়টাতে ক্যাম্পাস নতুন সাজে সেজেছে। পুরো ক্যাম্পাস যেন ফুলের বাগান। চারিদিকে কত রঙ বেরঙের ফুল। ফুলের গন্ধ যেন ক্যাম্পাসকে মাতিয়ে রেখেছে। এর মাঝে ক্যাম্পাসে ঘুরতে খুব ভালো লাগে।'

প্রতিদিনই খুবি’র প্রকৃতির সুশোভিত সবুজ ক্যাম্পাসে ঘুরতে আসে সব বয়সের দর্শনার্থীরা। একটু অবসর পেলেই খুলনা নগরের মানুষ বন্ধু-বান্ধব, পরিবার-পরিজন নিয়ে ঘুরতে আসে এ ক্যাম্পাসে। এর মাঝে নিজেকে ক্যামেরায় বন্দী করেন অনেকে। চারদিক থেকে ভেসে আসে ক্যামেরার ক্লিক, ক্লিক শব্দ। পরিবার পরিজন নিয়ে ছবি ও সেলফি তোলায় ব্যস্ত সবাই। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘুরতে আসা মানুষের পদচারণায় মুখরিত থাকে খুবি ক্যাম্পাস।

পরিবার পরিজন নিয়ে ঘুরতে আসা সৈয়দ সালমান জামান রাজ বলেন, 'আমি একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করি। ক্যাম্পাসে পরিবারের সদস্যদের নিয়ে প্রায়ই ঘুরতে আসি। অবসর পেলেই ফুলের বাগানে ঘেরা ক্যাম্পাসে আসতে ভুল করি না। ফুলের জন্য ক্যাম্পাসটা অনেক সুন্দর লাগে।'

জানা যায়, খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামানের নিজের তত্ত্বাবধানে ক্যাম্পাসে ফুল চাষ করা হয়। প্রতিবছরই তিনি ফুলের বাগান তৈরি ও নতুন নতুন ফুল চাষের উদ্যোগ গ্রহণ করেন। বিশ্ববিদ্যালয়ের এস্টেট (সম্পত্তি) শাখা ফুলের এ চাষ দেখাশোনা করে।

খুলনা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) এস এম আতিয়ার রহমান বার্তা২৪.কমকে বলেন, 'প্রতিবছরই শীতের এ সময়টাতে খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে আরও সুন্দর করে সাজাতে আমরা চেষ্টা করি। ফুলে ফুলে সুশোভিত ক্যাম্পাসের সৌন্দর্য দেখতে প্রতিদিনই দর্শনার্থীরা ভিড় জমায়। সবুজ এ ক্যাম্পাসে ফুলে সেজে থাকায় সবাই মুগ্ধ হন। অনেকে ছবি তোলেন পরিবার পরিজন নিয়ে। স্নিগ্ধতায় মোড়ানো ক্যাম্পাসে এ সময়টায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।'

এ সম্পর্কিত আরও খবর