স্টামফোর্ড ইউনিভার্সিটিতে ভর্তি মেলা শুরু

, ক্যাম্পাস

নিউজ ডেস্ক, বার্তা২৪.কম | 2024-06-02 17:01:20

স্টামফোর্ড ইউনিভার্সিটিতে সামার-২০২৪ সেমিস্টার উপলক্ষে শুরু হয়েছে ভর্তি মেলা।

শনিবার (১ জুন) দুপুর তিনটায় ইউনিভার্সিটির সিদ্ধেশ্বরী ক্যাম্পাসে ভর্তি মেলার উদ্বোধন করেন স্টামফোর্ড ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান ফাতিনাজ ফিরোজ।

ভর্তি’মেলায় যে সকল শিক্ষার্থীরা ভর্তি হবেন, তারা ভর্তি ফির উপর ৫০% ছাড়সহ টিউশন ফির প্রথম সেমিস্টারে ১০% ছাড় পাবেন। আগামী ৩ জুন পর্যন্ত  বিশ্ববিদ্যালয়ের ১৪টি বিভাগের অধীনে ২৮টি প্রোগ্রামে এ অফার চলবে।

ভর্তি মেলায় আরো উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টির সদস্য ড.ফারাহনাজ ফিরোজ, উপাচার্য অধ্যাপক ড. মনিরুজ্জামান, উপ-উপাচার্য প্রফেসর ড. ইউনুস মিয়া, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. জিয়াউল হাসান, ভর্তি মেলা কমিটির কনভেনর ও বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড.আহমদ কামরুজ্জামান মজুমদার, রেজিস্ট্রার, প্রক্টর, বিভিন্ন অনুষদের ডিন, চেয়ারম্যান, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা।

উল্লেখ্য,কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং- ২০২৪-এ স্টামফোর্ড ইউনিভার্সিটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৭ম স্থান অর্জন করেছে। এছাড়া দেশের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্টামফোর্ড ইউনিভার্সিটি বেসরকারি আছে ১৫ তম অবস্থানে।

এ সম্পর্কিত আরও খবর