বাজেট ঘাটতিতে বিশ্ববিদ্যালয় চালানো কষ্টকর হয়ে যাবে: জাবি কোষাধ্যক্ষ

, ক্যাম্পাস

জাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2024-06-30 01:36:12

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৪-২৫ অর্থ বছরে রাজস্ব ঘাটতির পরিমাণ হতে পারে প্রায় ১২ কোটি টাকা৷ এরই প্রেক্ষিতে আশঙ্কা প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ বলেন, 'ঘাটতির পরিমাণ এভাবে বৃদ্ধি পেতে থাকলে একসময় বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম চালানো কষ্টকর হয়ে যাবে'৷

শনিবার (২৯ জুন) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে আয়োজিত ৪১ তম বার্ষিক সিনেট অধিবেশনে বাজেট উপস্থাপনের পূর্বে বক্তব্য প্রদানকালে এ কথা বলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. রাশেদা আখতার।

কোষাধ্যক্ষের অভিভাষণে তিনি বলেন, ২০২৩-২০২৪ সনের সংশোধিত এবং ২০২৪-২০২৫ সনের মূল বাজেটে বিভিন্ন বিভাগ, হল ও অফিসের চাহিদা অন্তর্ভুক্ত করে ৩৪৪ কোটি ৯৪ লক্ষ টাকার সংশোধিত এবং ৩৫৬ কোতি ৯৭ লাখ টাকার মূল (ব্যয় বরাদ্দের) চাহিদা বাজেট বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনে প্রেরণ করা হয়। বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের বাজেট পরীক্ষা টিম কর্তৃক এই বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২০২৪ সনের সংশোধিত এবং ২০২৪-২০২৫ সনের মূল চাহিদা বাজেট পরীক্ষা-নিরীক্ষা ও মূল্যায়ন করে। পরবর্তীতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন কর্তৃক সংশোধিত বাজেটে ৩১৮ কোটি ৭৩ লাখ টাকা এবং মূল বাজেটে ৩১৮ কোটি ৪৪ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে।

কোষাধ্যক্ষ আরও বলেন, বর্তমানে বিশ্ববিদ্যালয়ের রাজস্ব তহবিলে ঘাটতির পরিমান ৬৫ কোটি ৮৭ লাখ টাকা। কৃচ্ছতা সাধনের সকল প্রচেষ্টা অব্যাহত রাখলেও চলতি অর্থবছরে আনুমানিক ১২ কোটি টাকা রাজস্ব ঘাটতি হতে পারে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের নির্দেশনা অনুযায়ী সুষম বাজেট প্রণয়ন করা হয়েছে। অধিকাংশ খাতেই বিশ্ববিদ্যালয়ের প্রকৃত চাহিদার তুলনায় অনেক কম বাজেট বরাদ্দ করেছে। এরূপ আর্থিক চাপের মধ্যে বিশ্ববিদ্যালয়ের পক্ষে একটি বাজেট প্রস্তুত করা আক্ষরিক অর্থেই অসম্ভব। ঘাটতির পরিমাণ যেভাবে বৃদ্ধি পাচ্ছে তাতে এক সময় বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম চালানো কষ্টকর হয়ে যাবে।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকে চলতি অর্থবছরের জন্য বরাদ্দ দেয়া হয়েছে ২৭৯ কোটি ১২ লাখ টাকা। এছাড়া বিশ্ববিদ্যালয়ের নিজস্ব সূত্র থেকে মোট আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩৯ কোটি ৩২ লাখ টাকা। সে হিসেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৪-২৫ অর্থবছরের জন্য উপস্থাপিত ৩১৮ কোটি ৪৪ লাখ টাকার বাজেট অনুমোদন করা হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর