জাবির ৪১তম সিনেটে অধিবেশনে সর্বজনীন পেনশন স্কিম বাতিলের প্রস্তাব

, ক্যাম্পাস

জাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2024-06-30 19:06:48

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ৪১তম বার্ষিক সিনেট অধিবেশনে অর্থমন্ত্রনালয়ের জারিকৃত সর্বজনীন পেনশন ব্যবস্থা বাতিলের প্রস্তাব করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মোতাহার হোসেন।

গতকাল শনিবার (২৯ জুন) বিকেলে ৪টায় আয়োজিত বার্ষিক সিনেট অধিবেশনে তিনি এ প্রস্তাব উপস্থাপন করলে সাথে সাথেই উপস্থিত সবাই এই প্রস্তাবকে সমর্থন করেন৷

অধ্যাপক মোতাহার হোসেন বলেন, 'আমরা বৈষম্যমূলক এই সর্বজনীন পেনশন স্কিম চাই না, এই সর্বজনীন পেনশন স্কিম বাতিল করে আমাদের আগে যে সুযোগ সুবিধা দেওয়া হতো সেগুলো পুনরায় বহাল করা হোক৷'

উল্লেখ্য, জাবিসহ ৩৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে সর্বজনীন পেনশন স্কিমের আওতায় আনায় তা প্রত্যাখ্যান করে বাতিলের দাবিতে দীর্ঘদিন থেকে কর্মবিরতিসহ নানা ধরণের আন্দোলন করে আসছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনসহ জাবি শিক্ষক সমিতি।

এ সম্পর্কিত আরও খবর