অর্থাভাবে উন্নত চিকিৎসা করতে পারছেন না রাবি অধ্যাপক

বিবিধ, ক্যাম্পাস

রাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-29 14:33:20

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) চারুকলা অনুষদের অধ্যাপক গোলাম ফারুকের দুটো কিডনি অকেজো হয়ে পড়েছে। পর্যাপ্ত অর্থ না থাকায় উন্নত চিকিৎসা করাতে পারছেন না তিনি। আর এ জন্য প্রয়োজন প্রায় ৫০ লাখ টাকা।

এছাড়া এতো টাকা ব্যয় করে চিকিৎসা করানো তার পক্ষে সম্ভব নয় বলে সরকারের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন। বর্তমানে গোলাম ফারুক ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

গোলাম ফারুক জানান, ২০১৬ সালে তার হার্টে ব্লক ধারা পড়ে। এরপর সেই বছর জুলাই মাসে তার বাইপাস সার্জারি করা হয়। সম্প্রতি তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাইয়ে পাঠানো হয়। তার দুটো কিডনি অকেজো হয়ে পড়ছে বলে সেখানকার চিকিৎসকরা জানিয়েছেন।

এরপর সেখানে চিকিৎসাধীন তিনি ব্রেইন স্ট্রোক করেন। প্রায় ২০ লাখ টাকা খরচ করে চিকিৎসা করার পর তিনি দেশে ফিরে আসেন। উন্নত চিকিৎসা না নেওয়ায় অধিকাংশ সময় অসুস্থ থাকছেন। বর্তামানে ঢাকা স্কয়ার হাসপাতালে চিকিৎসার খরচ বাবদ প্রতিদিন তাকে প্রায় ৫ হাজার টাকা ব্যয় করতে হচ্ছে। পুরোপুরি সুস্থ হতে প্রায় ৫০ লক্ষ টাকা প্রয়োজন হয়ে পড়েছে। এমতাবস্থায় পর্যাপ্ত অর্থ না থাকায় উন্নত চিকিৎসা করাতে পারছেন না তিনি।

জানতে চাইলে রাবি উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা বার্তা২৪.কমকে বলেন, ‘আমি বিষয়টি শুনেছি। বিশ্ববিদ্যালয় প্রশাসনও উনাকে আর্থিক সাহায্য করেছে। প্রয়োজনে আমরা আর্থিক কিংবা মানষিকভাবে সাহায্য করতে প্রস্তুত রয়েছি।’

এছাড়া তিনিও অধ্যাপক গোলাম ফারুকের চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

এ সম্পর্কিত আরও খবর