ঢাবিতে কোটা বিরোধী আন্দোলনে যেতে বাধা দিচ্ছে ছাত্রলীগ

, ক্যাম্পাস

ঢাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2024-07-04 13:43:49

সরকারি চাকরিতে ৫৬ শতাংশ কোটা পুনর্বহালের প্রতিবাদে চতুর্থ দিনের মতো আন্দোলন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাধারণ শিক্ষার্থীরা।

তবে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল সূর্যসেন হলের কলাপসিবল গেট আটকে শিক্ষার্থীদের আন্দোলনে যেতে বাধা দিচ্ছে একদল শিক্ষার্থী । তারা সবাই ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। ফলে আন্দোলনে অংশগ্রহণ করতে পারছিলেন না শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৪ জুলাই) সকাল থেকে বৃষ্টি থাকলেও নির্ধারিত সময়ে সমবেত হতে দেখা যায় ঢাবি শিক্ষার্থীদের। 

বৃহস্পতিবার (৪ জুলাই) বেলা ১১টায় সব হল থেকে কোটা আন্দোলনের মিছিল হয়। সূর্য সেন হল থেকেও মিছিল হওয়ার কথা। তবে গেট বন্ধ থাকায় তারা যথা সময়ে মিছিল নিয়ে আন্দোলনে যোগ দিতে পারে নি। পরবর্তীতে সব হলের আন্দোলনকারীরা একত্রে সূর্যসেন হলের ফটকে গিয়ে স্লোগান দিতে থাকলে তোপের মুখে গেইটের তালা খুলে দেয়া হয়।

সূর্যসেন হলের শিক্ষার্থীরা জানান, গেটে তালা দেওয়ার নেতৃত্বে ছিলেন হল ছাত্রলীগের সহ-সভাপতি মনির হোসাইন, হল ছাত্রলীগের সহ-সভাপতি মাহফুজুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক রাকিব হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক শাকিল হোসেন,যুগ্ম সাধারণ সম্পাদক তাওহীদ জামান ওভি, ১নং সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ খান শৈশব, হল ছাত্রলীগের সাহিত্য সম্পাদক আরিফুর রহমান যুবরাজসহ অনেকে।

আন্দোলনে যেতে বাধাগ্রস্ত হয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, আমরা আমাদের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলনে যেতে চাচ্ছি। কারো ক্ষতি করতে তো যাচ্ছি না। তবুও ছাত্রলীগ আমাদেরকে নানাভাবে বাধা দিচ্ছে।

উল্লেখ্য, হল গেইটে তালা দেয়ার ব্যাপারে সূর্য সেন হল এর প্রভোস্ট অধ্যাপক জাকির হোসেন ভূঁইয়াকে একাধিকবার ফোন করা হলেও তার সাথে যোগাযোগ করা সম্ভব হয় নি।

প্রসঙ্গত, সূর্যসেন হল ছাড়াও জসিম উদ্দিন হল, বিজয় একাত্তর হলসহ বিভিন্ন হলে ছাত্রলীগের 'প্রোগ্রাম' এর অজুহাত দিয়ে অথবা সরাসরি বাধা দিয়ে ছাত্রলীগ নেতারা শিক্ষার্থীদের আন্দোলনে সংশ্লিষ্ট হতে বাধা দেয়ার অভিযোগ পাওয়া গেছে।

এ সম্পর্কিত আরও খবর