পুলিশি বাধা ভেঙে গুলিস্থানের উদ্দেশ্যে কোটা আন্দোলনকারীরা

, ক্যাম্পাস

জবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2024-07-08 16:11:24

সরকারি চাকুরিতে কোটা সংস্কার ও আদালত কর্তৃক ২০১৮ সালে জারিকৃত পরিপত্র বাতিলের প্রতিবাদে বিক্ষোভ মিছিল নিয়ে গুলিস্তানের অভিমুখে আন্দোলনকারী শিক্ষার্থীরা।

সোমবার (৮ জুলাই) দুপুর ৩টায় বিশ্ববিদ্যালয়ের কাঁঠাল তলার সামনে থেকে একটি মিছিল বের করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। মিছিলটি এখন তাঁতি বাজার মোড়ে পুলিশের ব্যারিকেড ভেঙে গুলিস্তানের অভিমুখে রওনা হয়েছে।

আন্দোলনরত শিক্ষার্থীরা 'কোটা না মেধা/ মেধা মেধা, আমার সোনার বাংলায়/বৈষম্যের ঠাই নাই, সারা বাংলায় খবর দে/ কোটা প্রথার কবর দে, জেগেছে রে জেগেছে/ ছাত্র সমাজ জেগেছে, লেগেছে রে লেগেছে/ রক্তে আগুন লেগেছে, পরেছে রে পরেছে পেটে লাথি পরেছে। আঠারোর হাতিয়ার/ গর্জে উঠো আরেকবার, কোটা প্রথা নিপাত যাক/ মেধাবীরা মুক্তি পাক, বৈষম্যের বিরুদ্ধে/ এক হও এক হও, তুমি আমি আমরা/ গরবো সোনার বাংলা, ছাত্র সমাজ গরবে দেশ/ মেধাভিত্তিক বাংলাদেশ, জগন্নাথ আসছে/ রাজপথ কাপছে, মেধাবীরা আসছে, রাজপথ কাপছে, কবি নজরুল আসছে/ রাজপথ কাঁপছে, সোহরাওয়ার্দী আসছে/ রাজপথ কাঁপছে' ইত্যাদি স্লোগান দিতে দিতে মিছিল নিয়ে তাঁতি বাজারের দিকে অগ্রসর হচ্ছে। 

এ সম্পর্কিত আরও খবর