‘বাংলা ব্লকেড’: শাহবাগে শিক্ষার্থীদের অবস্থান, যানচলাচল বন্ধ 

, ক্যাম্পাস

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2024-07-08 16:51:20

সরকারি চাকরিতে কোটা প্রত্যাহারের দাবিতে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচির অংশ হিসেবে শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

সোমবার (০৭ জুলাই) বিকেলে সোয়া চারটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েক হাজার শিক্ষার্থী জড়ো হয়ে শাহবাগ এলাকায় যান চলাচল বন্ধ করে দেয়। এতে শাহবাগ থেকে সব দিকের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

শিক্ষার্থীদের দাবি, সরকারি সব চাকরিতে কোটা প্রত্যাহার বা কোটা সংস্কার করতে হবে।

এর আগে বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও কোটা আন্দোলনের সম্বয়ক সারজিস আলম বলেন, শিক্ষার্থীদের যোক্তিক আন্দোলন মেনে না নিলে অ্যান্দোলনের তীব্রতা বাড়বে।

কর্মসূচির সময় দিন দিন বাড়ছে জানিয়ে তিনি বলেন, প্রতিদিন আমাদেত বাংলা ব্লকেডের সময় বাড়ছে। গতকাল আমরা চারটি পয়েন্টে অবস্থান নিলে আজকে আমরা ১০টি পয়েন্টে অবস্থান নিবো। সেই কর্মসূচি সময় বাড়ানো হয়েছে। গতকাল রাত ৮ পর্যন্ত চললেও আজকে সেটা রাত ৯টা পর্যন্ত হবে।

আন্দোলনের সম্বনয়ক বলেন, শিক্ষার্থীরা তাদের দাবি নিয়ে জড়ো হতে শুরু করেছে। কিছুক্ষণের মধ্য আমরা শাহবাগে অবস্থান নিবো। এর পাশাপাশি রাজধানীর আরও ১০টি পয়েন্টে আমাদের শিক্ষার্থীরা অবস্থান নিবে।

এরা আগে সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিল করে ২০১৮ সালে সরকারের জারি করা পরিপত্র পুনর্বহালের দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে ‌বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা করেন শিক্ষার্থীরা।

পূর্বঘোষিত ঘোষণা অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হাজারো শিক্ষার্থীরা মিছিল নিয়ে শাহবাগে অবস্থান নেয়। তাদের অবস্থানের কারণে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক সায়েন্সল্যাব, মিরপুর সড়ক, মতিঝিলের দিকে যাওয়ার রাস্তা বন্ধ হয়ে যায়।

এরআগে গতকাল সন্ধ্যায় রাস্তা থেকে সরে যাওয়ার আগে বাংলা ব্লকেড কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন আন্দোলনকারীরা।

এ সম্পর্কিত আরও খবর