সরকারি চাকরির সকল গ্রেডে 'কোটা' সংস্কার করে সংসদে আইন পাস করার এক দফা দাবি নিয়ে বিক্ষোভ মিছিলে জড়ো হচ্ছেন শিক্ষার্থীরা।
রোববার (১৪ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সকাল ১১টার দিকে শিক্ষার্থীরা জড়ো হতে শুরু করেন।
এর আগে গতকাল শনিবার আন্দোলনের নেতৃবৃন্দ ঘোষণা দেন, সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে এই গণ পদযাত্রা শুরু হবে। এই গণ পদযাত্রা রাষ্ট্রপতির কার্যালয়ে গিয়ে সেখানে স্মারকলিপি প্রদান করা হবে। গণ পদযাত্রায় ঢাকা বিশ্ববিদ্যালয়সহ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, সাত কলেজ, শেরে বাংলা কলেজসহ ঢাকার সকল প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে বলে জানান নেতৃবৃন্দ।
এসময় শিক্ষার্থীরা, 'কোটা না মেধা, মেধা মেধা, দিয়েছিতো রক্ত, আরও দেব রক্ত, আমাদের সংগ্রাম, চলছে চলবে দফা এক দাবি এক, কোটা নট কাম ব্যাক' সহ ইত্যাদি স্লোগান দেন।