প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবিতে রাবিতে কোটা আন্দোলনকারীদের বিক্ষোভ

, ক্যাম্পাস

রাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2024-07-15 15:30:21

কোটা সংস্কার আন্দোলন নিয়ে মন্ত্রী শেখ হাসিনার বক্তব্যকে অপমানজনক আখ্যা দিয়ে তা প্রত্যাহারের দাবিতে আন্দোলন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা।

সোমবার (১৫ জুলাই) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে বিক্ষোভ করেন তারা।

সরেজমিনে দেখা যায়, ‘ আমি কে তুমি কে, রাজাকার রাজাকার’, ‘চাইতে গেলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার’, ‘এক দুই তিন চার, মেধাবীরা রাজাকার’, ‘কে বলেছে কে বলেছে, সরকার সরকার’, ‘আমি নও আমি নই, রাজাকার রাজাকার’সহ বিভিন্ন স্লোগানে প্রতিবাদ জানান বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।’

আন্দোলনের বিষয়ে জানতে চাইলে সাধারণ শিক্ষার্থীদের একজন প্রতিনিধি শিক্ষার্থী তোফায়েল আহমেদ তপু বলেন, ‘আমরা নির্বাহী বিভাগের কাছে ভরসা রেখেছিলাম কিন্তু নির্বাহী বিভাগের প্রধান আজকে যে বক্তব্যটি দিয়েছেন সেটি হতাশাজনক। তাই আমরা এই তাৎক্ষণিক কর্মসূচি পালন করছি।’

দুপুর দুইটা পর্যন্ত আন্দোলন করেন শিক্ষার্থীরা। আন্দোলনে রাবি, রুয়েট, বরেন্দ্র ও রাজশাহী মেডিকেল কলেজের প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, গত ১৪ জুলাই রাবি শিক্ষার্থীরা গণপদযাত্রা এবং জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি প্রদান করে। পরবর্তীতে রাত ১২ টায় প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবিতে তারা একটি মিছিল বের করে এবং ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে।

এ সম্পর্কিত আরও খবর