সংঘর্ষ এড়াতে বন্ধ চবির শাটল ট্রেন

, ক্যাম্পাস

চবি করেসপন্ডেন্ট, বার্তা২৪. কম | 2024-07-16 13:06:40

ছাত্রলীগ ও কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ এড়াতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষার্থীদের যাতায়াতের একমাত্র বাহন শাটল ট্রেন বন্ধ রেখেছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন।

মঙ্গলবার (১৬ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন চবি প্রক্টর অধ্যাপক ড. অহিদুল আলম। সকাল থেকে চট্টগ্রাম শহর থেকে বিশ্ববিদ্যালয়গামী কোনো শাটল ক্যাম্পাসে আসেনি আবার ক্যাম্পাস থেকেও কোন শাটল শহরে যায়নি।

প্রক্টর জানান, আমরা বিভিন্ন গোয়েন্দা সংস্থা থেকে জানতে পেরেছি শাটল চলাচল করলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হতে পারে।

সার্বিক পরিস্থিতি বিবেচনায় সংঘর্ষ এড়াতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন বন্ধ রাখা হয়েছে। আজকের কর্মসূচির বিষয়ে আমরা আগে থেকে অবগত ছিলাম না। পরে জেনেছি আজকে ষোলশহরে কোটা বিরোধী শিক্ষার্থীদের কর্মসূচি আছে। সেজন্য আমরা আজকে পর্যবেক্ষণ করার জন্য শাটল ট্রেন বন্ধ রেখেছি। স্বাভাবিক মনে হলে আগামীকাল বুধবার শাটল ট্রেন চলাচল করতে পারে।

এ সম্পর্কিত আরও খবর