কোটা আন্দোলন: হামলার প্রতিবাদে ইবিতে বিক্ষোভ মিছিল

, ক্যাম্পাস

ইবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2024-07-16 14:03:27

চলমান কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

মঙ্গলবার (১৬ জুলাই) সকাল ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের বটতলায় একত্রিত হতে থাকেন শিক্ষার্থীরা। পরবর্তীতে প্রায় হাজারখানেক শিক্ষার্থীদের উপস্থিতিতে মিছিল বের হয়। মিছিল শেষে বিশ্ববিদ্যালয়ের মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালের সামনে জনসমাবেশ করেন তারা।

মিছিলে শিক্ষার্থীরা, আমার ভাই আহত কেনো? প্রশাসন জবাব চাই। আমার বোন আহত কেনো? প্রশাসন জবাব চাই। একাত্তরের হাতিয়ার, গর্জে উঠো আরেকবার। ভুয়া প্রশাসন, ভুয়া ভুয়া। ভাইয়ের বুকে বুলেট কেনো? প্রশাসন জবাব চাই। দফা এক দাবি এক, কোটা নট কামব্যাক। জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে। লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে। আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম। মুক্তিযুদ্ধের বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই- ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

এ সময় শিক্ষার্থীরা বলেন, আপনারা যারা আছেন কালকে রাত্রে কারো ঘুম হইছে? ঘুম হয়নি। কেনো হয়নি? কারণ আজকে আমার ভাই-বোনদের উপর নৃশংস হামলার জন্য আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। মাত্র এক ঘণ্টার নোটিশে আজকে আমরা হাজার হাজার শিক্ষার্থীরা একত্রিত হয়েছি। আমরা আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত পিছু হটবো না। কোনো বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থীর ওপর হামলা হলে তার জবাব দেয়া হবে।

তারা বলেন, আজকে একটি পাবলিক পরীক্ষা থাকায় আমরা মহাসড়কে অবস্থান করে তাদের দুর্ভোগ সৃষ্টি করছি না। পরবর্তীতে শিক্ষার্থীদের ওপর কোনো রকম আঘাত আসলে আমরা বসে থাকবো না।

এসময় শিক্ষার্থীদের সাথে একাত্মতা প্রকাশ করে অর্থনীতি বিভাগের শিক্ষক ফারহা তানজীম বলেন, আমি অবশ্যই তোমাদের আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করছি। আমি মনে করি যে আদিবাসী, প্রতিবন্ধীর মতো কিছু কিছু জায়গায় কোটা থাকা দরকার। এখানে হতে পারে যে নানা কারণে নানাজন সংশ্লিষ্ট আছে কিন্তু আমাদের মূলত যে দাবি বেকারত্বের সংকট ঘোচানো, ছাত্ররা এই ন্যায্য দাবিতে মাঠে রয়েছে। এর প্রেক্ষিতে যে পরিস্থিতি তৈরি হয়েছে, বিভিন্ন স্থানে শিক্ষক শিক্ষার্থীদের ওপর হামলা করা হয়েছে তা অত্যন্ত ন্যাক্কারজনক, আমি এর তীব্র নিন্দা জানাই।

এ সম্পর্কিত আরও খবর