সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনে দুই পক্ষের সংঘর্ষ ও হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একই সময়ে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছে ছাত্রলীগ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এতে ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে।
মঙ্গলবার (১৬ জুলাই) বিকাল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে উভয় পক্ষের বিক্ষোভ সমাবেশ করার কথা রয়েছে।
ছাত্রলীগ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দু' পক্ষের একই সময়ে কর্মসূচি ঘোষণা করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকার সরেজমিনে দেখা যায়, স্বাভাবিক সময়ের চেয়ে শিক্ষার্থীসহ লোকজনের আনাগোনা প্রায় অর্ধেকে নেমে এসেছে। আশেপাশে সব দোকানপাটও খুলতে দেখা যায়নি। পুলিশের চেক পোস্ট কিংবা তেমন কোনো টহলও চোখে পড়েনি।
এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল ঘোষণা করায় ছাত্রলীগের হল শাখার নেতাকর্মীরা লাঠি ও হেলমেট মাথায় বিশ্ববিদ্যালয়ের শোডাউন দিতে দেখা যায়। সবাই শোডাউন দিয়ে রাজু ভাস্কর্যের জড়ো হচ্ছেন।
কিন্তু বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল এলাকা ঘুরে দেখা যায় কোথাও কোটা সংস্কার আন্দোলনের কাউকে দেখা যায়নি।
গতকাল কোটা সংস্কার নিয়ে গতকাল ছাত্রলীগ ও শিক্ষার্থীদের মধ্য দফায় দফায় সংঘর্ষ দু' পক্ষের শতাধিক আহত হওয়ার খবর পাওয়া যায়।