ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে মূল ফটকে জড়ো হয়ে বিক্ষোভ করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাধারণ শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৬ জুলাই) দুপুর সোয়া ৩টায় একটি মিছিল নিয়ে ভিক্টোরিয়া পার্ক থেকে মূল ফটকের সামনে অবস্থান নেন তারা। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিতে থাকে।
গতকাল (১৫ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ সারাদেশে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল নিয়ে অবস্থান নেন শিক্ষার্থীরা।
উল্লেখ্য, রোববার (১৪ জুলাই) বিকেলে চীন সফর নিয়ে গণভবনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা নিয়ে প্রশ্ন করা হলে কঠোর সমালোচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বীর মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে তাদের এত ক্ষোভ কেন? মুক্তিযোদ্ধাদের নাতি-পুতিরা চাকরি পাবে না তো কি রাজাকারের নাতি-পুতিরা চাকরি পাবে? তার এই বক্তব্যের জেরেই বিক্ষোভে ফুসছে ছাত্রসমাজ।