কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে চলমান পরিস্থিতি নিয়ে আজ রাত ১০টায় জরুরি বৈঠকে বসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রশাসন। এ বৈঠকে বিশ্ববিদ্যালয়ের পরবর্তী ধাপ নিয়ে আলোচনা করবেন শিক্ষকগণ।
মঙ্গলবার (১৬ জুলাই) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও একাধিক হল প্রভোস্ট বার্তা২৪.কম-কে এ তথ্য নিশ্চিত করেছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক হল প্রভোস্ট বার্তা২৪.কম-কে জানান, আজ রাত ১০টায় আমরা উপাচার্য ও প্রক্টোরিয়াল টিমসহ একটা মিটিংয়ে বসবো। এ মিটিংয়ে সিদ্ধান্ত নেয়া হবে হল ও বিশ্ববিদ্যালয় বন্ধ করা হবে কি-না'।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এম. মাকসুদুর রহমান বার্তা২৪.কম-কে বলেন, আজ রাতে আমাদের গুরুত্বপূর্ণ একটি মিটিং হবে। কিন্তু সেখানে হল ও বিশ্ববিদ্যালয় বন্ধ হবে কি না তেমন কিছু মিটিংয়ের আগে বলতে পারছি না। মিটিংয়ের পর সিদ্ধান্ত জানা যাবে।