খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু

বিবিধ, ক্যাম্পাস

স্টাফ করেসপন্ডেন্ট, খুলনা, বার্তা ২৪.কম | 2023-08-26 00:53:53

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের (প্রস্তাবিত) প্রশাসনিক কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

মঙ্গলবার (২৯ জানুয়ারি) দুপুরে নগরীর সোনাডাঙ্গা আবাসিক এলাকার প্রথম ফেজের ২০০নং ভাড়া বাড়িতে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শহীদুর রহমান খাঁন, জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনসহ অন্যান্যরা।

অনুষ্ঠানে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন, খুলনার মানুষের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী কৃষি বিশ্ববিদ্যালয় চালু হতে যাচ্ছে। যা খুলনার শিক্ষাক্ষেত্রে ব্যাপক অবদান রাখবে। তিনি এ বিশ্ববিদ্যালয়কে রাজনীতি মুক্ত রাখার আহবান জানান।

খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন বলেন, কৃষি বিশ্ববিদ্যালয়ের জন্য দ্রুত ১০৮ একর জমি অধিগ্রহণের জন্য চেষ্টা করা হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) ড. শহীদুর রহমান খান বলেন, আগামী ১৭ মার্চ খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম শুরুর করার পরিকল্পনা রয়েছে। এ জন্য সার্বিক প্রস্তুতি নেয়া হচ্ছে।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১১ সালের ৫ মার্চ খুলনার খালিশপুরে এক জনসভায় কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রতিশ্রুতি। এরপর ২০১৫ সালের ৫ জুলাই জাতীয় সংসদে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় বিলটি পাস হয়। এরপর ২০১৮ সালের ১১ সেপ্টেম্বর প্রথম উপাচার্য হিসেবে নিয়োগ পান প্রফেসর ড. মো. শহীদুর রহমান।

এ সম্পর্কিত আরও খবর