শিক্ষক-শিক্ষার্থীদের নিরাপত্তার দাবিতে ঢাবি সাংবাদিকতা বিভাগের বিবৃতি

, ক্যাম্পাস

ঢাবি করেস্পন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2024-08-01 17:53:22

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষকবৃন্দ সাম্প্রতিক ইস্যুতে শিক্ষার্থী ও শিক্ষকদের সার্বিক নিরাপত্তা দাবি করে বিবৃতি দিয়েছেন।

বৃহস্পতিবার (০১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষকদের পক্ষ থেকে এ বিবৃতি দেয়া হয়।

বিবৃতিতে বলা হয়, আমরা গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষকবৃন্দ সাম্প্রতিক বৈষম্যবিরোধী কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে শিক্ষার্থী ও সাংবাদিকসহ অন্যান্য শ্রেণী-পেশার মানুষের অনাকাঙ্ক্ষিত এবং মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গভীরভাবে শোকাহত। এই আন্দোলনকে ঘিরে শিক্ষার্থীদের গ্রেফতার এবং শিক্ষক-শিক্ষার্থীদের হয়রানির ঘটনায় আমরা উদ্বিগ্ন। আমাদের শিক্ষার্থীদের নিরাপত্তাহীনতায় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষকের সাথে পুলিশের ঔদ্ধত্যপূর্ণ আচরণের ঘটনায় আমরা বিক্ষুব্ধ।

আমরা বিশ্বাস করি, শিক্ষার্থীদের আন্দোলনে বল প্রয়োগ কোনোভাবে কাম্য হতে পারে না। আমরা মনে করি, শক্তি প্রয়োগ নয়, শিক্ষার্থীদের সাথে ফলপ্রসূ আলোচনার মাধ্যমে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার উদ্যোগ গ্রহণ করা উচিত। পাশাপাশি সাংবাদিক ও গণমাধ্যমকর্মীরা যাতে স্বাধীন ও নিরপেক্ষভাবে তাদের দায়িত্ব পালন করতে পারেন, সে পরিবেশ নিশ্চিত করার জোর দাবি জানাচ্ছি।

আমরা শিক্ষার্থী ও শিক্ষকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণের মাধ্যমে দ্রুত তাদের শ্রেণিকক্ষে ফিরিয়ে এনে বিভাগ ও ক্যাম্পাসের প্রাণোজ্জ্বল পরিবেশ তৈরির ব্যবস্থা নেয়ার আহ্বান জানাচ্ছি।

এ সম্পর্কিত আরও খবর