তিন দফা দাবিতে সিকৃবিতে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

, ক্যাম্পাস

সিকৃবি করেস্পন্ডেন্ট, বার্তা২৪.কম | 2024-08-14 16:19:15

লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতি নিষিদ্ধ, গণহত্যার সমর্থক ভিসির পদত্যাগ ও দ্রুত ক্যাম্পাস খুলে দেয়ার দাবিতে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা।

বুধবার (১৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি অনুষদ ভবনের সামনে এই অবস্থান কর্মসূচি পালন করেন তারা। এসময় নানা বৈষম্যের বিরুদ্ধে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদেরও মিছিল ও সমাবেশ করতেও দেখা যায়।

অবস্থান কর্মসূচিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিকৃবির স্বমন্বয়করা বলেন, ছাত্ররা যখন রাজনীতিমুক্ত ক্যাম্পাসের দাবি তুলেছিল এবং বিশ্ববিদ্যালয়ের লোগো ব্যবহার করে বিভিন্ন বিবৃতি দিয়েছিলো তখন প্রশাসন বিশ্ববিদ্যালয়ের লোগো ব্যাবহারের উপর নিষেধাজ্ঞা আরোপ করে। এছাড়া গত ১৫ জুলাই শিক্ষার্থীরা আন্দোলনে‌ নামলে ছাত্রলীগ নেতারা ছাত্রদের উপর হামলা করে তখন প্রশাসন নীরব ভূমিকা পালন করেছে।

তারা আরো বলেন, উপাচার্য জামাল উদ্দিন ভূঁইয়ার দেশের যেখানেই থাকুক তিনি মৌখিক পদত্যাগ করে পরবর্তীতে পদত্যাগ বাকি কার্যক্রমগুলো সম্পন্ন করবেন। এছাড়াও তার সহচর প্রশাসনের কর্মকর্তাদের ও ক্যাম্পাসে আন্দোলনের সময় ক্যাম্পাসে ছাত্রদের উপর ছাত্রলীগের যারা হামলা করেছিল এদের প্রত্যেকের বিচার দাবি করছি এবং দ্রুত সময়ে ক্যাম্পাসে খোলা ও নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি।

এ সম্পর্কিত আরও খবর