শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বগুড়া পলিটেকনিকের অধ্যক্ষকে প্রত্যাহার

, ক্যাম্পাস

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বগুড়া | 2024-08-15 17:49:31

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু সাইম জাহানকে প্রত্যাহার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ আগষ্ট) শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে কারিগরি শিক্ষা অধিদফতর সংযুক্ত করা হয়েছে। অপর এক প্রজ্ঞাপনে প্রতিষ্ঠানের চীফ ইন্সট্রাক্টর (মেকানিক্যাল) শফিউল আল আজিজকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের উপসচিব মিজানুর রহমান তালুকদার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এতথ্য জানা গেছে।

এর আগে গত রবিবার(১১ আগষ্ট) বিকেল ৫ টার মধ্যে ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু সাইম জাহানকে পদত্যাগের আল্টিমেটাম দিয়েছিল সাধারন শিক্ষার্থীরা। কিন্তু তিনি পদত্যাগ না করে ওই দিন বিকেল ৫ টার পর প্রতিষ্ঠান থেকে পালিয়ে যান। এরপর থেকে সাধারন শিক্ষার্থীরা প্রতিষ্ঠানে আন্দোলন অব্যাহত রাখেন।

এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বগুড়ার পলিটেকনিক ইনস্টিটিউট এর সমন্বয়ক খরোশেদ রেজা বলেন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু সাইম জাহানকে প্রত্যাহার করে কারিগরি শিক্ষা অধিদপ্তরে সংযুক্ত করায় শিক্ষার্থীদের আন্দোলন প্রত্যাহার করে নেয়া হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর