কলকাতার আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে নারী চিকিৎসক মৌমিতা দেবনাথকে ধর্ষণ ও খুনের বিচারের দাবিতে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা।
ভারতীয় শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি গণসংহতি প্রকাশ করে শুক্রবার (১৬ আগস্ট) সন্ধ্যা পৌনে ৭টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশে প্রায় শতাধিক শিক্ষক-শিক্ষার্থীর উপস্থিতিতে এ কর্মসূচি পালন করা হয়।
এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জাবি শাখার সমন্বয়ক আহসান লাবিবের সঞ্চালনায় ফার্মেসি বিভাগের অধ্যাপক মাফরুহী সাত্তার বলেন, অন্যায়কারীদের প্রতিহত করতেই আমাদের আজকের এই সংহতি। আমাদের এই সংহতি সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ুক। সারা বিশ্বের কোথাও যদি এই ধরনের কোনো নিপীড়ন ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটে, আমরা স্থান-কাল-পাত্র নির্বিশেষে তার বিরুদ্ধে প্রতিবাদ করব।
সংহতি সমাবেশে বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ফারজানা রিমু বলেন, নারী চিকিৎসক মৌমিতা দেবনাথকে গণধর্ষণ ও হত্যার প্রতিবাদে কলকাতায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে, তাদের সাথে সংহতি জানিয়ে আমরা এখানে একত্রিত হয়েছি। আমরা নারীরা বাসায় নিরাপদ না। আমরা আমাদের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও কর্মক্ষেত্রেও নিরাপদ না। আমরা এই হত্যার দ্রুত বিচার দাবি করছি৷
সমাপনী বক্তব্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জাবি শাখার সমন্বয়ক আব্দুর রশিদ জিতু বলেন, সাম্প্রতিক সময়ে স্বৈরাচারের বিরুদ্ধে বাংলাদেশের শিক্ষার্থীদের আন্দোলনে কলকাতার সাধারণ মানুষরা আমাদের পাশে দাঁড়িয়েছে। আজ আমরাও তাদের পাশে দাঁড়াতে চাই। কলকাতায় যে ঘটনা ঘটেছে আমরা তার প্রতিবাদ জানাচ্ছি। ভারত সরকারকে এ ঘটনার সুষ্ঠু বিচারের আহ্বান করছি। যাতে করে আর কেউ এ ধরনের অপকর্মের সাহস না পায়।