কলকাতায় নারী চিকিৎসককে ধর্ষণ-খুনের প্রতিবাদে রাবিতে মোমবাতি প্রজ্বলন

, ক্যাম্পাস

রাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2024-08-16 22:26:47

কলকাতায় নারী চিকিৎসক মৌমিতাকে ধর্ষণ ও খুনের প্রতিবাদে রাজপথে নেমে আসা ভারতীয়দের প্রতি সংহতি জানিয়ে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা।

শুক্রবার (১৬ আগস্ট) সন্ধা ৭টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এই কর্মসূচি পালন করেন তারা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এক সমন্বয়ক গোলাম কিবরিয়া মোহাম্মদ মেশকাত চৌধুরী বলেন, বৈষম্য, অবিচার পৃথিবীর যেখানেই হোক আমাদের রাজপথে দাঁড়াতে হবে। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, পৃথিবীর যে প্রান্তেই অন্যায়, অবিচার, ফ্যাসিজম, সৈরাচার থাকবে আমরা সে দেশের মানুষের ন্যায় সঙ্গত আন্দোলন সংগ্রামের সাথে সংহতি জানিয়ে রাজপথে নেমে আসতে হবে। এই অভ্যাস যতদিন পর্যন্ত আমরা না করতে পারব, ততদিন পৃথিবী থেকে অন্যায় অবিচার যাবে না।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নারী সমন্বয়ক সানজিদা ঢালি বলেন, একজন মানুষ তার কর্মস্থলকে দ্বিতীয় বাড়ি মনে করে। কিন্তু সেই দ্বিতীয় বাড়িতে একজন নারী নির্মমভাবে ধর্ষণ ও হত্যার স্বীকার হয়। আর হাসপাতাল কর্তৃপক্ষ প্রথমে সেটাকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করে। তার কারণ, তারা খুনিদের ধরতে চায় না। আমরা বাংলাদেশে থেকে বলতে চাই, এ ধরণের অন্যায় আমরা মেনে নিব না।

শিক্ষার্থীদের সাথে সংহতি প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ফরিদ উদ্দিন খান বলেন, আমরা এখানে ব্যথিত মন নিয়ে এসেছি। একজন ডাক্তার যিনি ৩৬ ঘণ্টা মানুষের সেবা করার পর, ক্লান্তি নিয়ে বিছানায় একটু ঘুমাতে গেছে ঠিক সেই মহুর্তে তার ওপর কিছু পশু যে পাশবিকতা চালিয়েছে, তাকে ধর্ষণ করেছে, তাকে খুন করেছে এটি মানব সমাজের জন্য চরম অপমানের।

এ সময় শিক্ষার্থীরা ‘জাস্টিস ফর মৌমিতা', ‘উই ওয়ান্ট জাস্টিস, নো মোর রেপিস্টস’ স্লোগান দেন। তারা ১ মিনিট নীরবতা পালনসহ প্রতিবাদী কবিতা ও গান পরিবেশন করেন। এ কর্মসূচিতে শিক্ষকসহ প্রায় সহস্রাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

এ সম্পর্কিত আরও খবর