আবাসিক হলে সিট বণ্টনের পর একাডেমিক কার্যক্রম চালু করবে ঢাবি

, ক্যাম্পাস

ঢাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2024-08-17 12:41:00

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) খুলে দেয়া হয়েছে ৬ আগস্ট। প্রশাসনিক কাজ শুরু হলেও এখনো শুরু হয়নি ক্লাস-পরীক্ষা। জানা গেছে, আবাসিক হলগুলোতে বৈধ সিট বণ্টনের পর একাডেমিক কার্যক্রম চালু করা হবে।

শনিবার (১৭ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার এ তথ্য নিশ্চিত করেছেন।

ড. সীতেশ চন্দ্র বাছার বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় খোলা রয়েছে। তবে একাডেমিক কার্যক্রম শুরু হওয়ার বিষয়ে এখনো কাজ চলমান। আবাসিক হলগুলোতে যদি সব শিক্ষার্থী না ফেরে, তাহলে অনেকেই ক্লাস-পরীক্ষা মিস করে ফেলবে। তা ছাড়া হলগুলোতে এখন সিট বরাদ্দের কার্যক্রম চলছে। এ কাজটি শেষ হয়ে গেলেই আমরা একাডেমিক কার্যক্রম শুরু করব।’ 

তিনি আরও জানান, ‘এখন যদি পরীক্ষা শুরু করে দিই, তাহলে অনেকেই পরীক্ষায় অংশ নিতে পারবে না। তাই আমরা আগে ক্লাস শুরু করার বিষয়ে ভাবছি। এ ছাড়া অনেক শিক্ষার্থীর পড়াশোনা শেষ হয়েছে, তারা হল ছেড়ে চলে যাবে। সেখানেও একটি প্রক্রিয়া রয়েছে এবং ফাঁকা হওয়া আসনগুলো আবার মেধার ভিত্তিতে বরাদ্দ দিতে হবে। সে ক্ষেত্রে আমাদের শিক্ষার্থীদের সহযোগিতা প্রয়োজন।’

এদিকে আবাসিক হলগুলোতে বৈধ সিট প্রদানে বিভিন্ন হলের শিক্ষার্থীদের কাছ থেকে আবেদন গ্রহণ এখনো চলমান রয়েছে। হাজী মুহম্মদ মুহসীন হলে ইতমধ্যে আবেদনের সময় শেষ হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর