শিক্ষার্থীদের বিক্ষোভ ও তোপের মুখে অবশেষে পদত্যাগ করেছেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. আবু জাফর খান। এছাড়াও পদত্যাগ করেছেন উপাধ্যক্ষ প্রফেসর মৃনাল কান্তি গোস্বামী।
বুধবার (২০ আগস্ট) দুপুর ১ টায় কলেজ প্রশাসনের পক্ষ থেকে তাদের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করা হয়। পদত্যাগ পত্রে আর কখনো এই কলেজ এবং ক্যাম্পাসে না ঢোকার ঘোষণা দেন তারা।
এর আগে সকাল থেকেই অধ্যক্ষের পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে ওঠে কলেজ ক্যাম্পাস। প্রশাসনিক ভবনে তালা ও অফিস ঘেরাও করে শিক্ষার্থীরা। এসময় অধ্যক্ষের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, দুর্নীতি, অনিয়মের অভিযোগ আনে আন্দোলনরত শিক্ষার্থীরা।
এবিষয়ে জানতে অধ্যক্ষ প্রফেসর ড. আবু জাফর খানের মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি ফোন রিসিভ করেননি।