পাবিপ্রবি উপাচার্যের পদত্যাগ

, ক্যাম্পাস

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, পাবনা | 2024-08-21 16:37:42

পদত্যাগ করেছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন।

বুধবার (২১ আগস্ট) রাষ্ট্রপতি বরাবর পদত্যাগপত্র জমা দেন তিনি। ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে ওই পদ থেকে সরে যাচ্ছেন বলে জানানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম। এ সংক্রান্ত একটি চিঠি হাতে পেয়েছেন বলে জানান তিনি।

এর আগে গত সোমবার (১৯ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের বাসভবন ছেড়ে যান তিনি। কাউকে না জানিয়ে এভাবে হুট করে চলে যাওয়া নিয়ে ধোঁয়াশা তৈরি হয়। নানা প্রশ্ন উঠেল শিক্ষা উপদেষ্টার সঙ্গে মিটিংয়ের জন্য ঢাকায় যান বলে জানান উপাচার্য। সব কল্পনা জল্পনা শেষে পদত্যাগ করলেন তিনি।

পদত্যাগের বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন তার ব্যক্তিগত সহকারী মো. মনিরুজ্জামানের বরাত দিয়ে বলেন, 'আমি ব্যক্তিগত ও পারিবারিক কারণে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব থেকে পদত্যাগ করলাম। এর বাইরে আমার কোনো বক্তব্য নেই।’

প্রসঙ্গত, ২০২২ সালের ১২ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. হাফিজা খাতুনকে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী উপাচার্য এবং দেশের মধ্যে চতুর্থ নারী উপাচার্য ছিলেন।

এ সম্পর্কিত আরও খবর