চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সমমনা ২৪টি ক্লাবের প্রতিনিধিদের সাথে বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক এবং ক্লাস রিপ্রেজেনটেটিভদের প্রতিনিধিদের মধ্যে 'কেমন বিশ্ববিদ্যালয় চাই?' শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২১ আগস্ট) বিকেল তিনটায় চট্টগ্রাম নগরীর দৈনিক আজাদী পত্রিকার অডিটোরিয়ামে এটি অনুষ্ঠিত হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল আহমেদ সহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমন্বয় কমিটির নেতৃবৃন্দের সাথে ক্লাবগুলোর প্রতিনিধি এতে উপস্থিত ছিলেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানান ক্লাবের প্রতিনিধিরা এবং ক্লাস প্রতিনিধি। উক্ত সভায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছায়া জাতিসংঘের প্রেসিডেন্ট ইশফাকুল কবির আসিফ বলেন, চলমান সংকটে যত দ্রুত সম্ভব বিশ্ববিদ্যালয়ে দ্রুত প্রশাসন নিয়োগ জরুরি এবং বিশ্ববিদ্যালয়ের সকলের পরামর্শে আমরা একটি শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাসে পরিণত করতে পারি।
আলোচনাসভায় বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসন নিয়োগ, আবাসিক হলের সিট বরাদ্দ, ক্যাম্পাসে সব রাজনীতি নিষিদ্ধকরণ, সেশনজট, শাটল ট্রেনের ভোগান্তি, অটোমেশন সিস্টেম চালু, টিএসসি স্থাপনসহ বিষয়গুলো উপস্থাপিত হয়।
সভায় কেন্দ্রীয় সমন্বয়ক মুহাম্মদ রাসেল আহমেদ বলেন, নতুন প্রশাসন নিয়োগ হলে শিক্ষার্থীর দাবিগুলা প্রশাসনের কাছে সবাইকে নিয়ে উপস্থাপন করা হবে।