ভারতের বাঁধ খুলে দেয়ার প্রতিবাদে রাবিতে বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

, ক্যাম্পাস

রাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2024-08-22 05:07:19

‘উদ্দেশ্য প্রণোদিতভাবে ডম্বুর ও গজলডোবা বাঁধ খুলে আকস্মিক বন্যা সৃষ্টির প্রতিবাদে’ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছে।

বুধবার (২১ আগস্ট) রাত সাড়ে ১১টায় শিক্ষার্থীরা স্টেশন বাজার থেকে এক মিছিল নিয়ে নগরীর তালাইমারি এলাকায় ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করেন।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, ভারত নদীতে বাঁধ দিয়ে বাংলাদেশে কৃত্রিম সংকট সৃষ্টি করে আসছে। ফলে বছরের অধিকাংশ সময় নদীগুলো পানিশূন্য থাকে। এতে অনেক নদী মৃতপ্রায়। এখন অসময়ে বাঁধ খুলে দিয়েছে। ফলে দেশ পানিতে ডুবে যাচ্ছে। এটা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে করছে ভারত। অবিলম্বে এই ভূ-অপরাজনৈতি বন্ধের দাবি জানান তারা।

এসময় তারা ‘দিল্লি না ঢাকা, ঢাকা, ঢাকা’, ‘ভারতের দালালেরা, হুঁশিয়ার সাবধান’, ‘ ঢাকার অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন’, ‘পানির গেট বন্ধ করো, সেভেন সিস্টার্স দখল করো’সহ ভারত বিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এসময় আন্দোলনে প্রায় সহস্রাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

এ সম্পর্কিত আরও খবর