নোটিশ ছাড়া বাঁধ খুলে আকস্মিক বন্যা সৃষ্টি: ঢাবিতে প্রতিবাদ

, ক্যাম্পাস

ঢাবি করেস্পন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2024-08-22 22:07:05

নোটিশ ছাড়া ডম্বুর ও গজলডোবা বাঁধ খুলে আকস্মিক বন্যা সৃষ্টির প্রতিবাদ ও পানির হিসাবের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ভারতীয় আগ্রাসন বিরোধী মশাল মিছিল অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (২২ আগস্ট) মিছিলটি ভিসি চত্বর, হল পাড়া, কেন্দ্রীয় গ্রন্থাগার, শাহবাগ ঘুরে সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যে শেষ হয়। মিছিল শেষে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী মিশকাত তানিশার সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন টেলিভিশন, ফিল্ম এন্ড ফটোগ্রাফি বিভাগের শিক্ষার্থী রাজেকুজ্জামান জুয়েল। তিনি বলেন, আজকে বাংলাদেশের মানুষের দুর্ভোগ ভারতীয় সাম্রাজ্যবাদী আগ্রাসনেরই ফল। আন্তর্জাতিক নদী আইন লঙ্ঘন করে নদীর উপর বাঁধ দিয়ে ভারত নদী আগ্রাসন চালিয়েছে।

অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মুস্তাকিম বলেন, আবরার ফাহাদকে হত্যাকারী সরকারের পতন হলেও ভারতীয় আগ্রাসন থেমে নেই। একের পর এক অসম চুক্তি, আন্তঃসীমান্ত নদীর ওপর দখলদারিত্ব এবং সাম্প্রতিক বন্যা প্রমাণ করে, আধিপত্যবাদী ভারতীয় নীতি বাংলাদেশের মানুষ, অর্থনীতি কোনোটারই পক্ষে না। তাই আমাদের বারবার এই আগ্রাসনের বিরুদ্ধে এগিয়ে আসতে হবে।

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোজাম্মেল হক বলেন, বাংলাদেশের লাখো মানুষের এই দুর্দশাগ্রস্ত অবস্থার কারণ ভারত সরকারের সাম্রাজ্যবাদী মনোভাব আর বৈশ্বিক জলবায়ু পরিবর্তন। যে দুটিই বিদ্যমান মুনাফাভিত্তিক আর্থসামাজিক ব্যবস্থার ফলাফল। এর বিরুদ্ধে চলমান লড়াইয়ে বাংলাদেশ ভারতের সাধারণ মানুষের বন্ধুত্ব অবিচ্ছেদ্য।

শান্তি ও সংঘর্ষ বিভাগের শিক্ষার্থী মেঘমল্লার বসু বলেন, যেই ভারতীয় মিডিয়াগুলো গত কয়েক সপ্তাহ ধরে বাংলাদেশি হিন্দুদের জন্য মায়াকান্না কাঁদছিল, তারা কি তাদের সরকারের কাছে জিজ্ঞেস করেছে? তাদের অনুগ্রহের দান বানের জল কি পূর্বাঞ্চল জুড়ে হিন্দু-মুসলিম প্রভেদ করছে? করছে না। এই ভারতীয় সাম্রাজ্যবাদী আগ্রাসনকে রুখতে হিন্দু-মুসলিম নির্বিশেষে সকল বাংলাদেশিকে ঐক্যবদ্ধ হতে হবে।

সমাবেশে আরও বক্তব্য রাখেন নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আব্দুল্লাহ হেল বুবুন, চারুকলা অনুষদের শিক্ষার্থী রিমঝিম, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী আবুল কালাম আজাদ।

এ সম্পর্কিত আরও খবর