বেরোবিতে বন্যাদুর্গতদের জন্য গণত্রাণ কর্মসূচি

, ক্যাম্পাস

বেরোবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2024-08-24 20:15:41

আকস্মিক ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে কুমিল্লা, ফেনী ও নোয়াখালীসহ কয়েকটি জেলা পানির নিচে তলিয়ে গেছে। এমতবস্থায় বন্যাকবলিত এলাকায় সহযোগিতার জন্য ত্রাণ সংগ্রহে গণত্রান কর্মসূচি আয়োজন করেছে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শিক্ষার্থীরা।

শনিবার ( ২৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে (২নং গেইট) বিকেল ৪ টা থেকে রাত ৮ পর্যন্ত এই কর্মসূচি চলে।

কর্মসূচির অংশ হিসেবে এখানে পৃথক পৃথক ৩টি টেবিল বসানো হয়েছে। এদের মধ্যে কোনো টেবিলে শুকনা খাবার, আবার কোনো টেবিলে নগদ অর্থ সংগ্রহ, আবার কোনোটিতে কাপড় চোপড় সংগ্রহ করা হয়।

এসময় শিক্ষার্থীরা বলেন, মানুষ মানুষের জন্য আর জীবন জীবনের জন্য। আমরা বন্যাকবলিত এলাকায় যতটুকু পারি সেই চেষ্টায় এই কর্মসূচির আয়োজন করেছি। এখানে অনেকে এসে শুকনা খাবার, কাপড় ও নগদ অর্থ নিয়ে লোকজন আসতেছে। আমরা এই ত্রাণ সামগ্রী সংগ্রহ করার পর বন্যা কবলিত এলাকায় পাঠিয়ে দিবো। এভাবে আমরা বন্যা কবলিত এলাকায় সামান্য সাহায্য করার ক্ষুদ্র চেষ্টা করছি।

এ সম্পর্কিত আরও খবর