চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের ত্রাণবাহী একটি মিনি ট্রাক সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে। এই ঘটনায় দুইজন গুরুতরসহ বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
মঙ্গলবার (২৭ আগস্ট) ভোর চারটায় মিরসরাইয়ের জোরারাগঞ্জ এলাকায় ট্রাক-লরির সংঘর্ষ ঘটে। আহত শিক্ষার্থীরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) চিকিৎসাধীন রয়েছে।
জানা যায়, বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের উদ্যোগে তৃতীয়বারের মতো বন্যার্তদের সহায়তায়তার লক্ষ্যে নোয়াখালীর সেনবাগের উদ্দেশ্যে ভোর ছয়টায় ত্রাণবাহী ট্রাকটি যাত্রা করে। ওই বিভাগের ১২ জন শিক্ষার্থী ট্রাকের সাথেই ছিল। ট্রাকটি মিরসরাই অতিক্রম করাকালে একটি লরির সাথে ধাক্কা খায়। এতে ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় এবং সামনে থাকা দুজন শিক্ষার্থী গুরুতর আহত হয়।
শিক্ষার্থীদের অভিযোগ ট্রাক চালক ঘুম ঘুম চোখে গাড়ি চালায় এই দুর্ঘটনা ঘটেছে।
এই ঘটনায় আহত শিক্ষার্থীরা হলেন, পরিসংখ্যান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ফাহিম আহমাদ পলাশ ও একই শিক্ষাবর্ষের সাদমান হায়দার। এছাড়াও ২০২২-২৩ শিক্ষাবর্ষের কায়কোবাদও আঘাত পান।
পরিসংখ্যান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আশিক সরকার বলেন, এটা ছিল আমাদের তৃতীয় দফার ত্রানবাহী ট্রাক। এখানে আমাদের বিভাগের ১২ জন শিক্ষার্থী ছিল। দুর্ঘটনায় মোটামুটি সকলেই আহত হয়েছে তবে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে চট্টগ্রাম হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা সামান্য চিকিৎসা নিয়েছেন।
তিনি আরও বলেন, ফাহিম আহমাদ পলাশের পা ভেঙে গেছে। কয়েক জায়গায় ফ্রাকচার হয়েছে। হিপ বোনেও সমস্যা হয়েছে। আর সাদমান হায়দারের পা ভেঙে গেছে। অপারেশন করতে হয়েছে। কায়কোবাদ মাথায় আঘাত পেয়েছে তবে তাকে মেডিকেল থেকে ছাড়পত্র দিয়েছে। মেডিকেলের পরিচালকের সাথে কথা হয়েছে যাতে আমাদের শিক্ষার্থীদের ফ্রি চিকিৎসা দেওয়া হয়।