একাডেমিক কার্যক্রম শুরুর দাবিতে উত্তাল শেকৃবি

, ক্যাম্পাস

শেকৃবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2024-08-28 15:42:34

আওয়ামী সরকারের পতনের পর আওয়ামীপন্থী শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শকৃবি) বিভিন্ন দায়িত্বে থাকা শিক্ষকরা পদত্যাগ করায় অভিবাভক শূন্য হয়ে পড়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে স্থবির হয়ে পড়ে ক্লাস-পরীক্ষাসহ সকল একাডেমিক কার্যক্রম। দ্রুত বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক কার্যক্রম শুরুর দাবিতে মিছিল নিয়ে বের হয়েছে বিশ্ববিদ্যালয়টির সাধারণ শিক্ষার্থীরা।

বুধবার (২৮ আগষ্ট) শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রসাশনিক ভবনের সামনে সাধারণ শিক্ষার্থীদের উপস্থিতিতে গণ-জমায়েত ও মিছিল বের হয়। দ্রুত ক্লাস পরীক্ষা শুরুর দাবিতে আয়োজিত এ মিছিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আবাসিক ভবনের সামনে গিয়ে শেষ হয়।

মিছিলে শিক্ষার্থীরা স্লোগানে বলেন,‘তুমি কে আমি কে, আদু ভাই, আদু ভাই। আদু ভাইয়ের কান্না, আর না আর না। কী চাই কী চাই, ক্লাস চাই ক্লাস চাই।’

এবিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী বলেন, আওয়ামী ফ্যাসিবাদ সরকারের পতনের পরে দেশ সংস্কারে শিক্ষার্থীরা ভূমিকা রাখছে। ট্রাফিক,বন্যদুর্গতদের পাশে দাঁড়ানোসহ বিভিন্ন সংস্কার মূলক কাজে আমাদের অংশগ্রহন থাকলেও আমাদের একাডেমিক সংস্কার এখনো হচ্ছে না। ক্লাস পরীক্ষা এখনো বন্ধ হয়ে আছে। কবে নাগাদ শুরু হবে সেই নিশ্চয়তা নেই। আমাদের শিক্ষকরা অন্তত আমাদের একাডেমিক বিষয়ের সংস্কারের দায়িত্ব নিতে পারেন। উপাচার্য ছাড়াও ক্লাস শুরু হওয়া সম্ভব, এই বিষয়ে আমরা অবগত। তাহলে কোন শক্তি এখনো আমাদের ক্লাস পরীক্ষা শুরু হওয়াকে আটকে রাখছে?

ওই শিক্ষার্থী আরও সংযুক্ত করে বলেন, আমরা চাই আমাদের ক্লাস পরীক্ষা দ্রুত শুরু হোক।আর আমাদের শিক্ষকরা এবিষয়ে মূখ্য ভূমিকা পালন করুক।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার শেখ রেজাউল করিম বলেন, আমি মূলত আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করতেছি যাতে দ্রুত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম শুরু করা যায়। মূলত অধিকাংশ সিদ্ধান্ত নেওয়ার পদ গুলো ফাঁকা থাকায় সম্ভব হচ্ছে না। গতকালও আমি মিনিস্ট্রিতে গিয়েছি দ্রুত একাডেমিক বিষয় চালু করার বিষয়ে পদক্ষেপ এবং তাদেরকে অবহিত করার জন্য । আশাকরছি দ্রুত ভালো কিছু হবে ইনশাআল্লাহ।

শেকৃবির সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে মো. তৌহিদুল ইসলাম আশিক বলেন, করোনাকালীন লকডাউন, কোটা আন্দোলনসহ দেশের সামগ্রিক পরিস্থিতিতে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভয়াবহ সেশনজটের মধ্যে নিমজ্জিত রয়েছে। একই সেশনে ভর্তি হওয়া অন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেখানে গ্রাজুয়েশন শেষ করেছে, সেখানে একই সেশনের আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চতুর্থ বর্ষের প্রথম সেমিস্টারে রয়েছে। আমরা এই সেশনজট নির্মূল করার জন্য দ্রুত ক্লাস পরীক্ষা শুরু করতে চাই। আজকে শিক্ষার্থীরা গণ-জমায়েতের মাধ্যমে  শিক্ষকসহ কর্মকর্তাদেরকে দ্রুত একাডেমিক কার্যক্রম শুরুর বিষয়ে পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছে। শিক্ষার্থীদের এই দাবির বিরুদ্ধে কেউ অবস্থান নিলে কিংবা দ্রুত বাস্তবায়নে অনাগ্রহী হলে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা তাদের বিরুদ্ধে অবস্থান নিবে।

এ সম্পর্কিত আরও খবর