ইবিতে ক্লাস-পরীক্ষা চালুসহ একাধিক সিদ্ধান্ত গৃহীত

, ক্যাম্পাস

ইবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2024-09-01 15:36:02

দীর্ঘ প্রায় ৩ মাস ক্লাস-পরীক্ষা বন্ধ থাকার পর আগামী মঙ্গলবার থেকে অনলাইনে এবং আগামী সপ্তাহ থেকে শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতি সাপেক্ষে অফলাইনে একাডেমিক কার্যক্রমে ফিরতে যাচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)।

রোববার (১ সেপ্টেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এ.কে.এম মতিনুর রহমানের কার্যালয়ে ডীন’স কমিটির মিটিং এ এই সিদ্ধান্ত নেয়া হয়। ৮টি ফ্যাকাল্টির ডীনবৃন্দের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এসব বিষয়ে জানানো হয়।

মিটিংয়ে ক্লাস-পরীক্ষা চালুসহ সর্বমোট ৪টি সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্ত সমূহ হলো: ১। আগামী মঙ্গলবার থেকে অনলাইনে ক্লাস চালু; ২। আগামী সপ্তাহ হতে অফলাইনে ক্লাস এবং পরীক্ষা শুরু করার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে অনুমতি প্রদানের জন্য অনুরোধ জানানোর সর্বসম্মতির সিদ্ধান্ত হয়েছে; ৩। চতুর্থ বর্ষ ও মাস্টার্সের পেন্ডিং রেজাল্ট অতি দ্রুত প্রকাশ করা; ৪। সিনিয়র শিক্ষক হিসেবে ড. আ ব ম ছিদ্দিকুর রহমান আশ্রাফী স্যার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পালন করবেন।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ক্লাস-পরীক্ষা বন্ধ থাকায় সেশন জটের শঙ্কা তৈরি হয়। ফলে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থান কর্মসূচি করে শিক্ষার্থীরা। ফলে তারই পরিপ্রেক্ষিতে ডিনস কমিটির মিটিং এ দ্রুত ক্লাস-পরীক্ষা চালুর বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

উল্লেখ্য, ৬ জুন থেকে ২৮ জুন গ্রীষ্মকালীন ও ঈদুল আজহার ছুটি কাটিয়ে আসার পর থেকে ক্লাসে ফিরতে পারেনি শিক্ষার্থীরা। পরে ২৯ জুন থেকে ৫ আগস্ট শিক্ষক-কর্মকর্তাদের কর্মবিরতি এবং শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনের ফলে বন্ধ থাকে একাডেমিক কার্যক্রম। এরপর ৫ আগস্ট সরকার পতনের পর ৯ আগস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদত্যাগ করায় কবে ক্লাস-পরীক্ষা চালু হবে সে বিষয়ে শঙ্কিত হয়ে পড়েন শিক্ষার্থীরা। দীর্ঘ প্রায় ৩ মাস পর সেই শঙ্কার অবসান ঘটতে যাচ্ছে আগামী মঙ্গলবার।

এ সম্পর্কিত আরও খবর