বন্যার্তদের সহায়তায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা ত্রাণ সংগ্রহ কার্যক্রম পরিচালনা করছেন।
রোববার (১ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান সামাজিক বিজ্ঞান অনুষদে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংগ্রহকৃত ত্রাণ বন্যার্তদের মাঝে বিতরণের লক্ষ্যে শিক্ষার্থীদের কাছে হস্তান্তর করেন। শিক্ষার্থীরা এসব ত্রাণসামগ্রী বন্যার্তদের মাঝে বিতরণ করবেন।
অনুষ্ঠানে সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মিসেস রাশেদা ইরশাদ নাসিরসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বন্যার্তদের সহায়তায় ত্রাণ সংগ্রহের ক্ষেত্রে শিক্ষার্থীদের স্বোচ্ছাশ্রমের ভূয়সী প্রশংসা করে বলেন, এসকল সামাজিক কার্যক্রম মানবসেবার অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। সমাজের সঙ্গে সংযোগ স্থাপনের লক্ষ্যে শিক্ষার্থীদের সারাবছর এ ধরনের স্বেচ্ছাসেবা কার্যক্রম পরিচালনার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
ধর্ম, বর্ণ, শ্রেণি, পেশা নির্বিশেষে যে কোনো প্রাকৃতিক দুর্যোগে সম্মিলিতভাবে মানুষের পাশে দাঁড়ানোর জন্য উপাচার্য সকলের প্রতি আহ্বান জানান।