রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. তারিকুল হাসানের বিরুদ্ধে নানা অভিযোগ এনে মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকাল ১১টার মধ্যে পদত্যাগের আল্টিমেটাম দেয় রাবির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কগণ। তবে বেঁধে দেয়া সময়ের আগেই তিনি পদত্যাগ করছেন।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাতে বার্ত২৪.কম-কে বিষয়টি নিশ্চিত করেছেন ভিসি দফতরের ডেপুটি রেজিস্ট্রার নারায়ণ চন্দ্র বর্মণ।
এসময় তিনি বলেন, আজ সকাল ১০টায় ব্যক্তিগত কারণ দেখিয়ে ভিসি দফতর বরাবর পদত্যাগ পত্র জমা দেন রেজিস্ট্রার তারিকুল হাসান।
এ বিষয়ে জানার জন্য সদ্য বিদায়ী রেজিস্ট্রার অধ্যাপক ড. তারিকুল হাসানের ফোনে একাধিকবার কল দিয়েও তাকে পাওয়া যায়নি।
বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. অবাইদুর রহমান প্রামাণিক বলেন, আমি এখনো পদত্যাগপত্র পাইনি। তবে তিনি পদত্যাগ করেছেন, সেটি শুনেছি।
এর আগে, বিশ্ববিদ্যালয়ের ক্লাস চালু করার বিষয়ে উদ্যোগ নিতে এক সপ্তাহের বেশি সময় ধরে চেষ্টা করেও ভারপ্রাপ্ত রেজিস্ট্রারকে ফোনে পায়নি রাবির সমন্বয়ক পরিষদ।