বঙ্গবাজার এলাকার ইসলামিয়া মার্কেটে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সাংবাদিক সমিতির সভাপতি আল সাদী ভূঁইয়াসহ আরও কয়েকজনের ওপর হামলার ঘটনায় হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) হামলার পরপরই রাত সাড়ে ৮ টায় ঢাবির সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এক বিক্ষোভ সমাবেশে এ দাবি জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও সহ-সমন্বয়করা। এসময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম, আবু বাকের মজুমদারসহ আরও অনেকে।
সমাবেশে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, বঙ্গবাজারে চাঁদাবাজির বিরোধিতা করায় ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি আল সাদী ভূঁইয়ার উপর হামলা করা হয়েছে। এতদিন নির্যাতকের ভূমিকায় আওয়ামী লীগ ছিল। এখন আরেকটি দল এটা করার চেষ্টা করছে।
এসময় তিনি শাহবাগ থানার ১৯ ও ২০ নাম্বার ওয়ার্ডে সাবেক কাউন্সিলর রোকসানা ইসলাম চামেলি ও বিএনপি নেতা রফিকুল ইসলাম স্বপনের নেতৃত্বে যারা সাংবাদিক সাদীসহ আরো কয়েকজনের উপর হামলা করেছে তাদেরকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
সমন্বয়ক সার্জিস আলম বলেন, বঙ্গবাজারে ইসলামীয়া মার্কেটে যখন চাঁদাবাজির লেনদেন চলছিল সাংবাদিক সাদী তাতে বাঁধা দেয়। তখন সাদীসহ আরো কয়েকজনকে মারধর করে চাঁদাবাজরা।
এসময় তিনি সকল ধরণের সিন্ডিকেট, দুর্নীতি ও চাঁদাবাজি রুখে দেয়ার আহ্বান জানিয়ে বলেন, এক্ষেত্রে রাষ্ট্র সকল ধরনের সহযোগিতা করবে। কোনো ধরণের সিন্ডিকেট এই বাংলাদেশে আর থাকবে না।
সমন্বয়ক আবু বাকের মজুমদার বলেন, আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সারা দেশে একটি ফোর্স গঠন করবো। যে ফোর্সের কাজ হবে এসব বাজার সিন্ডিকেট ভেঙে দেয়া।