গণঅভ্যুত্থানে নিহত শহীদদের স্মরণে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ‘জাগ্রত মঞ্চের’ উদ্যোগে দ্রোহের গান ও কাওয়ালী সন্ধ্যা আয়োজিত হচ্ছে। কাওয়ালী উপলক্ষে ক্যাম্পাসে নেমেছে ছাত্র-জনতার ঢল।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৫টা থেকে ক্যাম্পাসের ডায়না চত্বর ও মেইন গেটের মধ্যবর্তী স্থানে কাওয়ালী আসরের আয়োজন করা হয়। এতে কবিতা, কাওয়ালী ও বিদ্রোহী গানের পরিবেশনা উপস্থাপন করছে ক্যাম্পাসের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন এবং জাগ্রত মঞ্চের শিল্পীরা।
এতে অংশ নেওয়া ওয়াসিফ নামের এক শিক্ষার্থী বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া অনেক শিক্ষার্থী আহত এবং নিহত হয়। এতে করে ক্যাম্পাস তার নিজস্ব গতি হারিয়ে ফেলে এবং অন্যান্য ছাত্ররাও মানসিকভাবে অসুস্থ হয়ে যায়। দীর্ঘদিন পর ক্যাম্পাসে এমন এক আয়োজন যেন সবার মাঝে তারুণ্যের সেই পুরোনো স্বাদ ফিরে এনে দেয়।
কাওয়ালী উপভোগ করতে আসা হাসিব বলেন, দেশের বিভিন্ন স্থানেই কাওয়ালী আসরের আয়োজন করা হচ্ছিল। অবশেষে ইসলামী বিশ্ববিদ্যালয়েও এ ধরনের আয়োজন পেয়ে খুবই ভালো লাগছে। কাওয়ালীও আমাদের সংস্কৃতির একটা অংশ। আশা করি ভবিষ্যতেও বিশ্ববিদ্যালয়ে এ ধরণের সুস্থ সাংস্কৃতিক চর্চা অব্যাহত থাকবে।