গণধোলাইয়ের শিকার জাবি শিক্ষার্থী

বিবিধ, ক্যাম্পাস

জাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-23 01:54:47

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থী গণধোলাইয়ের শিকার হয়েছেন। পরবর্তীতে তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে প্রেরণ করেন বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখা। অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত ডাক্তার তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) বেলা তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের বিশমাইল এলাকায় এ ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীর নাম আশরাফুল ইসলাম দ্বীপ।

তিনি বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ৪৩তম ব্যাচের শিক্ষার্থী। তবে এক ছিনতাইয়ের ঘটনাকে কেন্দ্র করে গত ৭ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ৩০৩তম সিন্ডিকেট সভায় দ্বীপ সহ তিন শিক্ষার্থীকে দুই বছরের জন্য বহিষ্কার করে।

এ ব্যাপারে আহত শিক্ষার্থী আশরাফুল ইসলাম দ্বীপ বার্তা২৪.কমকে বলেন, 'আমি মটর সাইকেল নিয়ে বিশমাইলে যাচ্ছিলাম হঠাৎ করে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ ৪৩ ব্যাচের শিহাব খান দিগন্ত ও রাব্বী সহ প্রায় ১০-১৫ জন রড লাঠি নিয়ে আমার উপরে হামলা করে। আমি গত আড়াই বছর ধরে হিরোইন গ্রহণ করি। সেই কারণে পূর্বের কোন ঘটনার জের ধরে আমার উপর হামলা হতে পারে।’

তিনি আরও জানান, ‘বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের একাধিক নেতা মাদক ব্যবসার সাথে জড়িত। এই সিন্ডিকেট অনেক বড়। তাদের কথা মত না চললেই এমন মারধর করবে।’

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) সহযোগী অধ্যাপক আ স ম ফিরোজ উল হাসান বার্তা২৪.কম-কে বলেন, 'বিশমাইল এলাকা থেকে একজনের ফোন কল পাই। তখন জানতে পারি এক শিক্ষার্থীকে ব্যাপক মারধর করা হচ্ছে। আমি তাৎক্ষণিক প্রধান নিরাপত্তা কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠাই। পরবর্তীতে তারা উদ্ধার করে প্রক্টর অফিসে নিয়ে আসে। অবস্থা খারাপ দেখে মেডিকেলে পাঠাই। তবে কি কারণে মারধর করেছে সেটা এখনো জানতে পারিনি।'

এ সম্পর্কিত আরও খবর