রাবিতে ড. সুজন সেনের বিষয়ে তদন্ত কমিটি গঠন

, ক্যাম্পাস

রাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2024-09-19 20:10:44

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের সহযোগী অধ্যাপক ড. সুজন সেনের বিরুদ্ধে শিক্ষার্থীদের তোলা অভিযোগের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বুধবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ড. আখতার হোসেন মজুমদার।

তিনি বলেন, ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক খন্দকার মো. মোজাফ্ফর হোসেনকে সভাপতি করে পাঁচ সদস্যবিশিষ্ট এই কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মো. ছাইফুল ইসলাম, আরবি বিভাগের অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদ, প্রক্টর অধ্যাপক মো. মাহবুবর রহমান এবং অর্থনীতি বিভাগের অধ্যাপক মোহা. ফরিদ উদ্দিন খান।

জানতে চাইলে তদন্ত কমিটির সদস্য অর্থনীতি বিভাগের অধ্যাপক ফরিদ উদ্দিন খান বলেন, আমরা এখনও কোনো কার্যক্রম শুরু করতে পারিনি। তবে যতদ্রুত সম্ভব কার্যক্রম শুরু করে একটি নিরপেক্ষ তদন্ত প্রতিবেদন জমা দিব।

এ সম্পর্কিত আরও খবর