জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ৪৪তম ব্যাচের শিক্ষা সমাপনী উৎসব উপলক্ষে রাজা-রানী নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে রাজা পদে নির্বাচিত হয়েছেন নিক্সন খান ও রানী পদে নির্বাচিত হয়েছেন সাকিনা ইসলাম ঈষিকা। তারা বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থী।
গতকাল শুক্রবার (২০ সেপ্টেম্বর) জাকসু ভবনে সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। এরপর ভোট গণনা শেষে গতরাতে রাজা-রানী নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।
এবারের নির্বাচনে রাজা পদে দুইজন এবং রানী পদে দুইজন প্রতিদ্বন্দ্বিতা করেন। ৪৪ ব্যাচ থেকে মোট ভোটার সংখ্যা ছিল ২ হাজার ১২৫ জন। রাজা পদে ৭০৫টি ও রানী পদে ৬৯৯টি ভোট কাস্ট হয়েছে।
সর্বোচ্চ ৪৮৫ ভোট পেয়ে রাজা নির্বাচিত হয়েছেন নিক্সন খান ৷ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাকিল মাহমুদ মিহির পেয়েছেন ২২০ ভোট। অন্যদিকে, ৩৭৭ ভোট পেয়ে রানী নির্বাচিত হয়েছেন সাকিনা ইসলাম ঈষিকা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মুনতাকা ইবনাত তুবা পেয়েছেন ৩২২ ভোট।