প্রক্টর অফিসে সেবা দেওয়া হবে, ওসিগিরি নয়: জবির নতুন প্রক্টর

, ক্যাম্পাস

জবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2024-09-21 22:55:16

প্রক্টর অফিস হবে শিক্ষার্থীদের জন্য সেবার প্রতিষ্ঠান এখানে কোনো ধরনের ওসিগিরি চলবে না বলে জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নতুন প্রক্টর ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ তাজ্জামুল হক।

শনিবার (২১ সেপ্টেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

ড. তাজ্জামুল হক বলেন, প্রক্টর অফিসে শিক্ষার্থীরা আসবে, তাদের অভিযোগ জানাবে। আমরা তাদের সেবায় নিয়োজিত থাকব। সকল প্রকার অভিযোগ অনিয়ম বিষয়ে শিক্ষার্থীরা নির্দ্বিধায় শেয়ার করতে পারবে। একটা সেবাদায়ক প্রতিষ্ঠানে রূপ পাবে প্রক্টর অফিস। শিক্ষার্থীরা যদি তাদের সমস্যা গুলো নাই বলতে পারে তারা যাবে কোথায়, আমরা সে বলার জায়গায় তৈরি করবো।

গত ১৯ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) রেজিস্ট্রার অধ্যাপক শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাকে নিয়োগ দেওয়া হয়।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রথম সংবিধির ১৫ (১) বিধি মোতাবেক সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে পরবর্তী দুই বছরের জন্য ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ তাজ্জামুল হককে এই দায়িত্ব দেওয়া হয়। দায়িত্ব পালনকালে বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন।

উল্লেখ্য, গত ৫ আগস্ট সরকার পতনের পর ১১ আগস্ট বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের তোপের মুখে পদত্যাগ করেন সাবেক প্রক্টর অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম।

এ সম্পর্কিত আরও খবর