জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ছাত্র রাজনীতি বন্ধের বিষয়ে উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম বলেছেন, ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধ নয় বরং ছাত্র রাজনীতি সংস্কার করে গণতান্ত্রিক রাজনৈতিক চর্চা চালু করতে হবে।
সকল শিক্ষার্থীদের নিয়ে শিগগিরই জকসু নির্বাচনের আয়োজন করা হবে বলেও জানান তিনি।
বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে জবি সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন উপাচার্য।
উপাচার্য বলেন, আমাদের সীমাবদ্ধতা রয়েছে কিন্তু আমরা আশাহত হব না। গত ১৯ বছরে এ বিশ্ববিদ্যালয়ের কোনো উন্নতি হয়েছে বলে দেখছি না। সবাই নিজেদের ইচ্ছার প্রতিফলন ঘটিয়েছে। দ্বিতীয় ক্যাম্পাসের অগ্রগতি সম্পর্কে শিক্ষার্থীরা সবই জানে।
অধ্যাপক মো. রেজাউল করিম বলেন, আপাতত শিক্ষার্থীদের আবাসন সমস্যার কথা চিন্তা করে দ্বিতীয় ক্যাম্পাসের অগ্রগতির দিকে নজর দেব আমরা। দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে দেয়া হবে। যত দ্রুত মাস্টারপ্ল্যানের কাজ শেষ হবে তত শিগগিরই তাদেরকে কাজ দেয়া যাবে।
এ সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত প্রক্টর অধ্যাপক ড. মো. তাজাম্মুল হক, হল প্রভোস্ট অধ্যাপক ড. সাবিনা শারমীন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো.গিয়াস উদ্দিন, ছাত্রকল্যাণ পরিচালক ড. কে. এম. রিফাত হাসানসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।