সেমিস্টার ফাইনাল পরীক্ষা দিতে এসে শিক্ষার্থীদের হাতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের দুই নেতা আটক হয়েছেন। পরে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের হাত থেকে তাদেরকে ছাড়িয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, ছাত্র উপদেষ্টা, পরিবহন প্রশাসক, বিভাগের শিক্ষকরা তাদের ইবি থানায় সোপর্দ করে।
আটককৃতরা হচ্ছেন- শাখা ছাত্রলীগের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক শাহিন পাশা ও নাট্য ও বিতর্ক সম্পাদক আল আমিন সুইট।
বুধবার (২ অক্টোবর) সকালে আরবী ভাষা ও সাহিত্য বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের পরীক্ষায় অংশ নিতে এলে এই ঘটনা ঘটে।
শিক্ষার্থীরা জানান, ছাত্র আন্দোলনে তারা সরাসরি বিরোধিতা করেছেন। এরকম কাউকে ক্যাম্পাসে এসে পরীক্ষায় বসতে দেয়া হবে না। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রক্টর স্যারকে আহ্বান করছি। ভবিষ্যতে ছাত্রলীগের কোন পদবি নেতা যেনো ক্যাম্পাসে না আসে।
ইবি থানায় দায়িত্বরত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, দুইজন শিক্ষার্থী পরীক্ষা দিতে আসলে সাধারণ শিক্ষার্থীরা তাদেরকে আটক করে। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তাদেরকে উদ্ধার করে আমাদের কাছে নিয়ে আসে। আমরা গ্রহণ করেছি। আমাদের ডেটাবেইসে যদি তাদের নামে কোনো অভিযোগ থাকে সেক্ষেত্রে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিবো।