নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগের দাবিতে মানববন্ধন

, ক্যাম্পাস

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নেত্রকোনা | 2024-10-04 15:54:49

নেত্রকোনা বিশ্ববিদ্যালয় (শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়) অবিলম্বে ভিসি নিয়োগের দাবীতে মানববন্ধন করেছে শিক্ষার্থী ও অভিভাবকরা।

শুক্রবার(৪ অক্টোম্বর) বেলা সাড়ে ১১টা প্রেসক্লাবের সামনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকরা এই মানববন্ধন কর্মসূচীর আয়োজন করেন।

মানববন্ধনে অভিভাবকদের পক্ষে বক্তব্য রাখেন প্রেসক্লাবর সদস্য সচিব ম কিবরিয়া চৌধুরী হেলিম, ডাঃ আবুল হাসান, শিক্ষার্থীদের পক্ষে আল ইমরান, আজহারুল ইসলাম ও হাফসা আক্তার মৌহসহ আরও অনেকেই।

মানববন্ধনে বক্তারা বলেন, এলাকাবাসীর দীর্ঘদিনর প্রাণের দাবী ছিল নেত্রকানায় একটি সরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হোক। অবশেষে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলেও ভাটিবাংলার একমাত্র উচ শিক্ষা প্রতিষ্ঠান নেত্রকানা বিশ্ববিদ্যালয় (শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়) বৈষম্যবিরোধী আন্দোলন শুরু হওয়ার পরে বিশ্ববিদ্যালয় বন্ধ হয় এবং ১০ আগষ্ট ভিসি’র পদত্যাগের পর ভিসি পদ শূন্য থাকায় শিক্ষার্থীদের লেখাপড়া চরমভাবে ব্যাহত হচ্ছে। তারা অবিলম্বে ভিসি নিয়োগ দিয়ে একাডমিক কার্যক্রমসহ বিশ্ববিদ্যালয়র সার্বিক উন্নয়ন কার্যক্রমে পদক্ষেপ নেয়ার জন্য রাষ্ট্রপতির কাছে জোর দাবি জানান।

এ সম্পর্কিত আরও খবর