বিদেশি চ্যানেলের বিজ্ঞাপন প্রচার দণ্ডনীয় অপরাধ: তথ্যমন্ত্রী

বিবিধ, ক্যাম্পাস

ঢাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-31 18:53:34

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, 'বেশিরভাগ টেলিভিশন চ্যানেল পরিচালনায় সমস্যা হচ্ছে। যে পরিমাণ বিজ্ঞাপন পাওয়া যায়, তা দিয়ে বেতন-ভাতা দেওয়া ও চ্যানেল পরিচালনা অনেকের জন্য দুরূহ। এখানে বড় প্রতিবন্ধকতা হলো ক্যাবল অপারেটররা ডাউনলিংক করে বিদেশি চ্যানেল প্রদর্শন করছেন। বিদেশি চ্যানেল প্রদর্শন কোনো অপরাধ নয়, কিন্তু বিদেশি চ্যানেলের বিজ্ঞাপন প্রচার করা আইনগতভাবে দণ্ডনীয় অপরাধ।'

শুক্রবার (৮ ফেব্রুয়ারি) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে টেলিভিশন সাংবাদিকদের নবগঠিত প্ল্যাটফর্ম 'সম্প্রচার সাংবাদিক কেন্দ্র' এর উদ্বোধন ও সম্প্রচার সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সম্মেলনের উদ্বোধন করেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী৷

হাছান মাহমুদ বলেন, 'দেশের গণমাধ্যম যথেষ্ট স্বাধীনভাবে কাজ করছে। গণমাধ্যম ও এর সঙ্গে সংশ্লিষ্টদের সুরক্ষা দেওয়ার জন্য সরকার কাজ করে যাচ্ছে। এর ধারাবাহিকতায় দায়িত্ব নেওয়ার পর আমিও কাজ করে যাচ্ছি।'

তিনি বলেন, 'বাংলাদেশে এখন ৪৪টি প্রাইভেট টেলিভিশন চ্যানেলের লাইসেন্স দেওয়া আছে, ৩০টির বেশি সম্প্রচারে আছে, আরও কয়েকটি সম্প্রচারে আসবে। এই সংখ্যাটি পশ্চিম বাংলার চেয়ে অনেক বেশি। এতো সংখ্যক বাংলা চ্যানেল পশ্চিম বাংলা থেকেও সম্প্রচারিত হয় না।'

উদ্বোধনকালে শিরীন শারমিন প্রত্যাশা ব্যক্ত করেন, কল্যাণমূলক কর্মকাণ্ড ও ঝুঁকি মোকাবেলায় সম্প্রচার সাংবাদিক কেন্দ্র কার্যকরভাবে এগিয়ে যাবে। সম্প্রচারের সাথে সম্পৃক্ত সকল সাংবাদিক কেন্দ্র যেন এই প্লাটফর্ম থেকে তাদের লক্ষ্যগুলো বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখতে পারে সেদিকে নজর রাখার আহ্বান জানান স্পিকার।

মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক রেজোয়ানুল হক সংগঠনটির চেয়ারম্যান এবং একাত্তর টেলিভিশনের বার্তাপ্রধান শাকিল আহমেদ সংগঠনের সদস্য সচিব হিসেবে নির্বাচিত হয়েছেন৷

পরে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজের বার্তা প্রধান মুন্নী সাহার সঞ্চালনায় শুরু হয় মূল আলোচনা পর্ব। 'সম্প্রচার শিল্প : একটি সম্ভাবনার সংকট' শীর্ষক ঘণ্টাব্যাপী এই আলোচনায় অংশ নেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ, সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর, বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক শাহ আলমগীর, একাত্তর টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক বাবু, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম ও জিটিভির প্রধান সম্পাদক সৈয়দ ইশতিয়াক রেজা।

এ সম্পর্কিত আরও খবর